পাকিস্তান–আফগানিস্তান
শান্তি আলোচনায় গঠনমূলক অগ্রগতি: ইসলামাবাদ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮:৩৫, ১৭ অক্টোবর ২০২৫

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সীমান্ত উত্তেজনা নিরসনে ‘গঠনমূলক ও শান্তিপূর্ণ’ সংলাপ চলছে বলে জানিয়েছে ইসলামাবাদ। শুক্রবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র শাফকাত আলী খান এ তথ্য জানান।
তিনি বলেন, পাকিস্তান ইতোমধ্যে কাবুলকে একাধিকবার জানিয়েছে যে আফগান ভূখণ্ডে ‘ফিতনা আল-খারেজ’ নামের চরমপন্থী গোষ্ঠীর সক্রিয় উপস্থিতি রয়েছে, যা দুই দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি।
খান জানান, ১১ থেকে ১৫ অক্টোবরের মধ্যে তালেবানের উসকানিমূলক হামলার বিরুদ্ধে পাকিস্তান আত্মরক্ষামূলক ব্যবস্থা নিতে বাধ্য হয়। এ অভিযানে সন্ত্রাসী উপাদান ও তাদের ব্যবহৃত ঘাঁটি বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। মুখপাত্র বলেন, “আমাদের প্রতিক্রিয়া ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সাধারণ নাগরিকদের বিরুদ্ধে নয়।”
তালেবানের অনুরোধে ১৫ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকর করা হয় বলে জানান শাফকাত আলী খান। তিনি বলেন, “বর্তমানে দুই দেশ শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে গঠনমূলক আলোচনায় রয়েছে। পাকিস্তান আশা করে তালেবান সরকার বাস্তব পদক্ষেপ নেবে যাতে আফগান ভূমি থেকে সন্ত্রাসবাদ পরিচালিত না হয়।”
পাকিস্তান মুখপাত্র আরও স্মরণ করিয়ে দেন, গত চার দশকে পাকিস্তান ৪০ লাখের বেশি আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে, এবং আন্তর্জাতিক মান ও অভ্যন্তরীণ আইনের আলোকে বিদেশিদের উপস্থিতি নিয়ন্ত্রণ অব্যাহত রাখবে।
তিনি জোর দিয়ে বলেন, “পাকিস্তান একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ আফগানিস্তান দেখতে চায়। আমরা আশা করি একদিন আফগান জনগণ প্রতিনিধিত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক সরকারের অধীনে স্বাধীনভাবে জীবনযাপন করবে।”
একইসঙ্গে শাফকাত আলী খান ভারত-আফগানিস্তান যৌথ বিবৃতির সমালোচনা করে বলেন, এতে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন জাতিসংঘের প্রস্তাব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল।
তিনি আফগান পররাষ্ট্রমন্ত্রীর সেই বক্তব্যও প্রত্যাখ্যান করেন, যেখানে বলা হয়েছিল সন্ত্রাসবাদ পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা। পাকিস্তান ইতোমধ্যেই আফগান ভূখণ্ড থেকে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিস্তারিত তথ্য ভাগ করেছে বলে জানান তিনি।
খান বলেন, “আফগানিস্তান তার ভূখণ্ডকে সন্ত্রাসবাদে ব্যবহারের দায় থেকে মুক্ত থাকতে পারে না। শান্তি ও স্থিতিশীলতা দুই দেশেরই যৌথ দায়িত্ব।”সূত্র : জিও টিভি