ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন একসঙ্গে ২৫ রূপান্তরকামী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫:৩৬, ১৬ অক্টোবর ২০২৫

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহরে ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা। বুধবার রাতে স্থানীয় ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের প্রায় ২৫ জন একযোগে ফিনাইল পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে সরকার পরিচালিত মহারাজা যশবন্তরাও হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের সুপারিনটেনডেন্ট-ইন-চার্জ ডা. বসন্ত কুমার নিঙ্গওয়াল পিটিআইকে জানিয়েছেন, ‘আমাদের হাসপাতালে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের প্রায় ২৫ জন ভর্তি হয়েছেন। তারা একসঙ্গে ফিনাইল সেবনের দাবি করেছেন, তবে তা এখনো নিশ্চিত নয়। কারও অবস্থা আশঙ্কাজনক নয়।’
পুলিশ বলছে, কী কারণে তারা এমন আত্মহননের চেষ্টা করলেন, তা এখনো স্পষ্ট নয়। অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার রাজেশ দন্ডোটিয়া জানিয়েছেন,‘তদন্ত শেষ হলে নিশ্চিত হওয়া যাবে, আসলে তারা কী পদার্থ খেয়েছিলেন এবং কেন।’
তদন্তকারী কর্মকর্তারা ধারণা করছেন, ঘটনাটি স্থানীয় ট্রান্সজেন্ডার সমাজের দুটি গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্বের সঙ্গে সম্পর্কিত হতে পারে।
এদিকে সমাজকর্মীরা জানিয়েছেন, ট্রান্সজেন্ডার সম্প্রদায় দীর্ঘদিন ধরেই সামাজিক বৈষম্য, হয়রানি এবং কর্মসংস্থানের অভাবে মানসিক চাপে ভুগছেন। এমন ঘটনার মাধ্যমে তাদের অসহায় অবস্থাই আরও একবার প্রকাশ পেল।