বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি

সাত দিনের সংঘাতের পর শান্তির আশার আলো

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ১৬:১৭, ১৬ অক্টোবর ২০২৫

সাত দিনের সংঘাতের পর শান্তির আশার আলো

এক সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। বুধবার গভীর রাতে শুরু হওয়া এই যুদ্ধবিরতি ৪৮ ঘণ্টা বলবৎ থাকবে বলে ইসলামাবাদ জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইসলামাবাদ সময় সন্ধ্যা ৬টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।

দুই দেশের পররাষ্ট্র দপ্তর সূত্রে জানা গেছে, সহিংসতার তীব্রতা কমাতে উভয় পক্ষই প্রতিপক্ষের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানায়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, `এই সময়ের মধ্যে আমরা গঠনমূলক সংলাপের মাধ্যমে জটিল কিন্তু সমাধানযোগ্য সমস্যার ইতিবাচক সমাধান খুঁজে পেতে চেষ্টা করব।‘

আফগান তালেবান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, তারা সেনাবাহিনীকে যুদ্ধবিরতি মেনে চলার নির্দেশ দিয়েছে—`যদি না অন্য পক্ষ প্রথমে লঙ্ঘন করে।‘ তালেবানের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, `আমরা শান্তি চাই, তবে আমাদের সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস নেই।‘
গত এক সপ্তাহ ধরে পাকিস্তান ও আফগানিস্তানের দক্ষিণ সীমান্তজুড়ে গোলাগুলি, রকেট হামলা এবং সীমান্ত পোস্ট দখল-প্রচেষ্টা চলছিল। ইসলামাবাদ অভিযোগ করেছিল, আফগানিস্তান তাদের ভূখণ্ডে পাকিস্তানি তালেবান (টিটিপি) গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে। তবে কাবুল সেই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে।

বিশ্লেষকদের মতে, এই সাময়িক যুদ্ধবিরতি দুই প্রতিবেশীর সম্পর্ক পুনরুদ্ধারের একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আঞ্চলিক স্থিতিশীলতা টিকিয়ে রাখতে কাতার, চীন ও তুরস্কের কূটনৈতিক ভূমিকা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। 
 

আরও পড়ুন