তুষারঝড় তিব্বতের এভারেস্ট ঢালে আটকা ১ হাজার মানুষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:১২, ৬ অক্টোবর ২০২৫

ছবি : ইন্টারনেট থেকে
চীনের তিব্বত অঞ্চলের এভারেস্টের পূর্ব ঢালে তীব্র তুষারঝড়ে প্রায় ১ হাজার মানুষ আটকা পড়েছেন—এমনটাই জানিয়েছে দেশটির সরকারি গণমাধ্যম। দুর্গম ওই এলাকায় বর্তমানে চলছে উদ্ধার অভিযান।
চীনা গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ৪ হাজার ৯০০ মিটার (১৬ হাজার ফুট) উচ্চতায় অবস্থিত ক্যাম্প এলাকায় ভারী তুষারপাতের কারণে শত শত পর্যটক, পর্বতারোহী ও স্থানীয় কর্মীরা আটকা পড়েন। ইতিমধ্যে প্রায় ৩৫০ জনকে উদ্ধার করে নিরাপদে কোয়ুদাং শহরে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া তুষারপাত শনিবার আরও তীব্র হয়। স্থানীয় এক ট্রেকার চেন গেশুয়াং বলেন, “আবহাওয়া হঠাৎ করেই বদলে গেল, প্রচণ্ড ঠান্ডা ও ভেজা পরিবেশে হাইপোথারমিয়ার আশঙ্কা ছিল। গাইড বলছিলেন, অক্টোবর মাসে এরকম আবহাওয়া আগে কখনও দেখেননি।”
তিব্বতের ব্লু স্কাই রেসকিউ টিম জানিয়েছে, ভারী তুষারে অনেক তাবু ধসে পড়েছে এবং কিছু অভিযাত্রী ইতোমধ্যেই তীব্র ঠান্ডাজনিত অসুস্থতায় ভুগছেন। পরিস্থিতি বিবেচনায় টিংরি কাউন্টি ট্যুরিজম কোম্পানি এভারেস্ট দর্শনীয় এলাকার টিকিট বিক্রি ও প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।
এভারেস্ট অঞ্চলের পাশাপাশি পুরো দক্ষিণ এশিয়াই বর্তমানে চরম আবহাওয়ার কবলে। পার্শ্ববর্তী নেপালে ভারী বর্ষণে ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে চীনের উপকূলে টাইফুন মাটমো আঘাত হেনে প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বাধ্য করেছে কর্তৃপক্ষ।
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট (উচ্চতা ৮,৮৪৯ মিটার) প্রতি বছর হাজারো অভিযাত্রীকে আকর্ষণ করে। তবে সাম্প্রতিক বছরগুলোতে সেখানে অতিরিক্ত ভিড়, পরিবেশ দূষণ এবং প্রাণহানির ঘটনায় উদ্বেগ বাড়ছে।