দুই দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের উন্নয়ন মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:০৬, ১৩ নভেম্বর ২০২৫
যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী জেনি চ্যাপম্যান দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন।ছবি: ফাইলফোটো
যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী জেনি চ্যাপম্যান দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তিনি রাজধানীতে পৌঁছান।
ঢাকায় অবস্থিত যুক্তরাজ্য হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও জোরদার করার উদ্দেশ্যে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
সফরকালে জেনি চ্যাপম্যান কক্সবাজারে যুক্তরাজ্য-সমর্থিত বিভিন্ন উন্নয়ন ও মানবিক কর্মসূচি পরিদর্শন করবেন।
এ ছাড়া অভিবাসন, মানবিক প্রতিক্রিয়া এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মতো অভিন্ন অগ্রাধিকারমূলক বিষয়ে অগ্রগতি ত্বরান্বিত করতে তিনি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বলে হাইকমিশনের বার্তায় উল্লেখ করা হয়েছে।
