জুলাই সনদে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৪১, ১৩ নভেম্বর ২০২৫
সাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
আজ বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতির কাছে প্রেরণের পূর্বে আদেশের সারসংক্ষেপে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই জাতীয় সনদ–২০২৫ অধ্যাদেশে সই করেছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বঙ্গভবনে এ সই সম্পন্ন হয়। প্রধান উপদেষ্টা কার্যালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এ সময় বঙ্গভবনে উপস্থিত ছিলেন।
বঙ্গভবন ও প্রধান উপদেষ্টা কার্যালয় সূত্রে জানা যায়, প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে জুলাই জাতীয় সনদ–২০২৫ সম্পর্কিত অধ্যাদেশ জারি করার অনুরোধ জানায়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের সঙ্গে আলোচনা শেষে অধ্যাদেশে সই করেন এবং তা জারি করার আনুষ্ঠানিক অনুমোদন দেন।
সরকারের নীতিনির্ধারণী মহলে জুলাই জাতীয় সনদকে চলমান রাজনৈতিক ও প্রশাসনিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ কাঠামো হিসেবে দেখা হচ্ছে। অধ্যাদেশে সই হওয়ার ফলে এখন এটি কার্যকর রূপে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রধান উপদেষ্টা কার্যালয় সূত্রে জানা গেছে, সনদ বাস্তবায়নে প্রশাসনিক নির্দেশনা এবং পরবর্তী করণীয় ঠিক করতে কার্যালয়ে পৃথক বৈঠকও ডাকা হচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরকে সনদ অনুযায়ী কাজের তালিকা তৈরি করতে নির্দেশ দেওয়া হবে।
এদিকে বঙ্গভবন সূত্র বলছে, রাষ্ট্রপতির সইয়ের মধ্য দিয়ে অধ্যাদেশটির আইনি কার্যকারিতা এখন সুদৃঢ় হয়েছে। প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া শেষে এটি গেজেটে প্রকাশ করা হবে।
