১৩ নভেম্বর নিয়ে আতঙ্ক নয়, সতর্ক থাকুন: ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৩৬, ১১ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৯:০৮, ১১ নভেম্বর ২০২৫
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: সমাজকাল
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হুংকার’ ছড়ানো নিষিদ্ধ ঘোষিত একটি দলের ১৩ নভেম্বরের তথাকথিত কর্মসূচি নিয়ে রাজধানীবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই— এমন আশ্বাস দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সম্প্রতি নিষিদ্ধ একটি দল সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে জনমনে আতঙ্ক তৈরি ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। রাজধানীর বিভিন্ন স্থানে তাদের সমর্থকরা ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগ ঘটিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।
ডিএমপি কমিশনার জানান, এসব নাশকতামূলক কর্মকাণ্ড রোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি বলেন,“১ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত নাশকতার সঙ্গে জড়িত ৫৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অধিকাংশই ঢাকার বাইরে থেকে এসেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিস্ফোরণ ও অগ্নিসংযোগকারীদের শনাক্ত করা হচ্ছে।”
তিনি নগরবাসীকে আহ্বান জানান, কোনো অপরিচিত ব্যক্তিকে আশ্রয় দেওয়ার আগে তার পরিচয় যাচাই করতে এবং হোটেল বা গেস্ট হাউজে অতিথি তোলার সময় জাতীয় পরিচয়পত্র যাচাই করতে। এছাড়া ব্যক্তিগত ও বাণিজ্যিক যানবাহন যেন কোনো অবস্থাতেই অরক্ষিত না থাকে, সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দেন।
নগরবাসীর সহযোগিতার গুরুত্ব তুলে ধরে সাজ্জাত আলী বলেন,“ছাত্র-জনতার ঐক্যেই আমরা স্বৈরাচার থেকে মুক্তি পেয়েছি। এবারও নাশকতার পরিকল্পনাকারীদের প্রতিহত করতে হবে সবাইকে একসঙ্গে।”
তিনি জানান, পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা যৌথভাবে কাজ করছে। তাই কিছু বিচ্ছিন্ন ঘটনার কারণে নাগরিকদের আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই বলে আশ্বস্ত করেন তিনি।
