নির্বাচন হলে ক্ষমতা থাকবে ভারতের কাছে: ফরহাদ মজহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১০, ৮ নভেম্বর ২০২৫
রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার। ফাইল ছবি
রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর তরুণদের আন্দোলনে ভুল হয়েছিল। সেই ভুল থেকেই দেশে ‘নির্বাচনবাদী বয়ান’ তৈরি হয়েছে— যা আবারও পুরনো প্রভুত্ববাদকে ফিরিয়ে আনছে।
তিনি তরুণদের উদ্দেশে বলেন, “নির্বাচনের পর ক্ষমতা তোমাদের থাকবে না; ক্ষমতা থাকবে ভারতের কাছে।”
শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় ফরহাদ মজহার বলেন, “এই নির্বাচনবাদীরা মনে করছে, বৈধ সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন হলেই আন্তর্জাতিক সমাজ হাততালি দেবে। কিন্তু বাস্তবে সেই নির্বাচনের পর বাংলাদেশের ক্ষমতা ভারতের কাছে চলে যাবে। সাংবাদিকরা লিখে রাখুন— নির্বাচনের দিন ভারত হিসাব কষে নানা পদক্ষেপ নেবে; ভিসা বন্ধসহ নানান নিয়ন্ত্রণ আরোপ করবে।”
তিনি আরও বলেন, “আমরা এখনো মূর্খ জাতি। তরুণরা এত রক্ত দিয়েছে, কিন্তু তার মূল্য বোঝেনি। এখনও তারা একটি পত্রিকাও বের করতে পারেনি— তাহলে কেমন বিপ্লব করবে?”
ফরহাদ মজহার বলেন, “বাংলাদেশ এখন একটি অবৈধ সরকারের অধীনে চলছে। শেখ হাসিনার সংবিধান মেনে শপথ নিলে আপনি তা পরিবর্তন করতে পারবেন না। অথচ ৫ আগস্টে যদি সংবিধান বাতিল করে নতুন গঠনতন্ত্র প্রক্রিয়া শুরু করা হতো, তাহলে এই সাংবিধানিক বৈধতা নিয়ে আজ কেউ প্রশ্ন তুলত না।”
তিনি গণসার্বভৌমত্বের ধারণা ব্যাখ্যা করে বলেন, “রাষ্ট্রের হাতে নয়, জনগণের হাতেই ক্ষমতা থাকতে হবে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রতিটি জেলাকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে— এটিই প্রকৃত গণতন্ত্র।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আরও বক্তব্য রাখেন কর্নেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফ মাসুম প্রমুখ।
