ডিএমপির উচ্চপর্যায়ের ৮ কর্মকর্তা বদলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৩৩, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:১৫, ১০ অক্টোবর ২০২৫
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উচ্চপর্যায়ের আটজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলির এ তালিকায় উপকমিশনার (ডিসি), অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী তিনটি আলাদা আদেশে এ বদলি করেন।
আদেশ অনুযায়ী, মোল্লা মোহাম্মদ শাহীন, উপকমিশনার (ভারপ্রাপ্ত), ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে বদলি হয়ে গোয়েন্দা বিভাগে (ডিবি) যোগ দিচ্ছেন।
মো. সুমন মিয়া, উপকমিশনার (ভারপ্রাপ্ত), পিওএম-দক্ষিণ বিভাগ থেকে পিওএম-উত্তর বিভাগে স্থানান্তরিত হয়েছেন।
অতিরিক্ত উপকমিশনার পর্যায়ে—
এসএএম ফজল-ই-খুদা, পিওএম-পশ্চিম বিভাগ থেকে বদলি হয়ে অপারেশনস বিভাগের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে দায়িত্ব পেয়েছেন।
সাগর দিপা বিশ্বাস, পিআর অ্যান্ড এইচআরডি বিভাগ থেকে বদলি হয়ে পিওএম-দক্ষিণ বিভাগে যাচ্ছেন।
রুবেল হক, ওয়ারী বিভাগের ওয়ারী জোন থেকে বদলি হয়ে গোয়েন্দা বিভাগে (ডিবি) যোগ দিচ্ছেন।
মো. নুর ইসলাম, অপারেশনস বিভাগের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে গোয়েন্দা বিভাগে অতিরিক্ত উপকমিশনার হিসেবে দায়িত্ব নিচ্ছেন।
সহকারী পুলিশ কমিশনার পর্যায়ে—
মো. সোহেল রানা, ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-বাড্ডা জোন থেকে বদলি হয়ে ওয়ারী বিভাগের ওয়ারী জোনে যাচ্ছেন।
একেএম মেহেদী হাসান, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে অপারেশনস বিভাগের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে নতুন দায়িত্ব পাচ্ছেন।
ডিএমপি সূত্রে জানা গেছে, এ পরিবর্তনের মাধ্যমে গোয়েন্দা ও অপারেশন ইউনিটে কর্মদক্ষতা বাড়ানো এবং প্রশাসনিক পুনর্বিন্যাস নিশ্চিত করাই মূল লক্ষ্য।
