রোববার, ১৬ নভেম্বর ২০২৫

| ১ অগ্রাহায়ণ ১৪৩২

ডিএমপি’র গণবিজ্ঞপ্তি জারি

যমুনা ও সচিবালয়সহ আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:১৬, ৬ অক্টোবর ২০২৫

যমুনা ও সচিবালয়সহ আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’সহ আশপাশের এলাকায় সকল ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ বিষয়ে সোমবার বিকেলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।


গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। আগামী মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিষিদ্ধ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে—বাংলাদেশ সচিবালয় ও এর চারপাশ,


প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’,হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়,কাকরাইল মসজিদ মোড়,অফিসার্স ক্লাব মোড় ও মিন্টু রোড এলাকা।


এই এলাকাগুলোর মধ্যে কোনো ব্যক্তি বা সংগঠন সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা বা অন্য কোনো ধরনের গণজমায়েত আয়োজন করতে পারবে না।


ডিএমপি জানিয়েছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে রাজধানীর এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চলগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট ইতোমধ্যে এলাকাজুড়ে টহল ও গোয়েন্দা নজরদারি শুরু করেছে।


এদিকে রাজনৈতিক অঙ্গনে এ সিদ্ধান্তকে ঘিরে নানামুখী প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জানা গেছে, কিছু রাজনৈতিক সংগঠন সম্প্রতি সচিবালয় ও যমুনা ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছিল, যার প্রেক্ষিতেই ডিএমপি এ গণবিজ্ঞপ্তি জারি করেছে।


নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, প্রশাসনিক এলাকা ও সরকার প্রধানের বাসভবনসংলগ্ন অঞ্চল শান্ত রাখার এই উদ্যোগ অতি প্রয়োজনীয় ও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে।
 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

চাঁপাইনবাবগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে জামায়াতের মিছিল
আসিফ আকবরের ‘ফুটবল বিদ্বেষী’ বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
বিশ্বমঞ্চের লাইমলাইট চুরি করেছেন ঐশ্বরিয়া রাই একাই…
তারেক রহমান ক্ষমতায় এলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত হবে
সীতাকুণ্ডে ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ৩ পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করল র‌্যাব-৭
আমরা ইউনূসের সনদ রিজেক্ট করেছি। আমরা জনতার সনদ তৈরি করব : সেলিম
রাজধানীতে নাশকতার প্রস্তুতি, নিষিদ্ধ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
সরকার দরদ দেখিয়েছে, দায় দেখায়নি’ — নাসীরুদ্দীন পাটওয়ারী
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, বিনিয়োগকারীদের মনে অনিশ্চয়তা
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় ৪ সপ্তাহ
জেনেভা ক্যাম্পে গোপন কারখানা থেকে ৩৫ ককটেল উদ্ধার
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু
বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ বাছাই নিশ্চিত করল পাকিস্তান
শয্যাশায়ী ধর্মেন্দ্রর ভিডিও ফাঁস তীব্র ক্ষোভে অমিতাভ–জয়া বচ্চন
হাসিনার রায় ঘোষণায় বিশৃঙ্খলা হলে দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর—আমির খসরু
রঙ্গনার ফুটেজ ফাঁস: ক্ষুব্ধ শাবনূর
‘তিন উপদেষ্টা সঠিক নির্বাচন বাধাগ্রস্ত করছেন’—অপসারণের দাবিতে ডা. তাহের
ক্যালিফোর্নিয়ার নতুন ভোটিং মানচিত্রে ‘ডেমোক্র্যাট সুবিধা’ মামলা করল ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট
একাধিক শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগে ঢাবি শিক্ষক এরশাদ হালিম আদালতে চালান
সুদান সংকট নিয়ে জাতিসংঘের উদ্বেগ বাড়ছে, আল-ফাশির ঘটনায় তদন্তের দাবি তীব্র