ডিএমপি’র গণবিজ্ঞপ্তি জারি
যমুনা ও সচিবালয়সহ আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:১৬, ৬ অক্টোবর ২০২৫
বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’সহ আশপাশের এলাকায় সকল ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ বিষয়ে সোমবার বিকেলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। আগামী মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিষিদ্ধ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে—বাংলাদেশ সচিবালয় ও এর চারপাশ,
প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’,হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়,কাকরাইল মসজিদ মোড়,অফিসার্স ক্লাব মোড় ও মিন্টু রোড এলাকা।
এই এলাকাগুলোর মধ্যে কোনো ব্যক্তি বা সংগঠন সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা বা অন্য কোনো ধরনের গণজমায়েত আয়োজন করতে পারবে না।
ডিএমপি জানিয়েছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে রাজধানীর এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চলগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট ইতোমধ্যে এলাকাজুড়ে টহল ও গোয়েন্দা নজরদারি শুরু করেছে।
এদিকে রাজনৈতিক অঙ্গনে এ সিদ্ধান্তকে ঘিরে নানামুখী প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জানা গেছে, কিছু রাজনৈতিক সংগঠন সম্প্রতি সচিবালয় ও যমুনা ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছিল, যার প্রেক্ষিতেই ডিএমপি এ গণবিজ্ঞপ্তি জারি করেছে।
নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, প্রশাসনিক এলাকা ও সরকার প্রধানের বাসভবনসংলগ্ন অঞ্চল শান্ত রাখার এই উদ্যোগ অতি প্রয়োজনীয় ও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে।
