অক্টোবরের মাঝামাঝি ভারত যেতে পারেন সেনাপ্রধান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২:১৫, ২ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:৩২, ৪ অক্টোবর ২০২৫
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান চলতি অক্টোবর মাসের মাঝামাঝি ভারত সফর করতে পারেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানো দেশগুলোকে নিয়ে দেশটির রাজধানী নয়াদিল্লিতে আগামী ১৪ অক্টোবর থেকে শুরু হওয়া এক সম্মেলনে তার অংশগ্রহণের কথা রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম স্টেটসম্যান জানায়, দু্ই দিনব্যাপী এ সম্মেলনে ৩০টিরও বেশি দেশের সেনাপ্রধান ও জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা অংশ নেবেন।
বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ বিষয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছে, সেনাপ্রধান সম্মেলনে যোগ দিলে বিষয়টি যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাকেশ কাপুর বলেন, এই সম্মেলন হবে একটি ‘অনন্য প্ল্যাটফর্ম’। তার ভাষায়, জাতিসংঘ সনদের অধীনে বিশ্বশান্তি রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ দায়িত্ব, অভিজ্ঞতা, প্রজ্ঞা ও প্রতিশ্রুতি এই আলোচনায় একত্রিত হবে।
সম্মেলনে দুটি পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হবে—শান্তিরক্ষা মিশনের সক্ষমতা বৃদ্ধি ও রসদ সংগ্রহ, শান্তিরক্ষা কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার।
বাংলাদেশ ছাড়াও আলজেরিয়া, আর্মেনিয়া, ভুটান, ব্রাজিল, বুরুন্ডি, কম্বোডিয়া, আইভরি কোস্ট, ইথিওপিয়া, ফিজি, ফ্রান্স, ঘানা, ইন্দোনেশিয়া, ইতালি, কাজাখস্তান, কেনিয়া, কিরগিস্তান, মাদাগাস্কার, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, মরক্কো, নেপাল, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, তানজানিয়া, উগান্ডা, উরুগুয়ে, ভিয়েতনাম, রুয়ান্ডা ও সেনেগালসহ আরও কয়েকটি দেশের সেনাপ্রধান অংশগ্রহণ করবেন।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ দীর্ঘদিন ধরে অন্যতম শীর্ষ সেনা প্রেরণকারী দেশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ এবং সৈন্যদের অবদান বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। ফলে এ ধরনের সম্মেলনে বাংলাদেশের সেনাপ্রধানের অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
