নভেম্বর থেকে টিসিবি কার্ডে মিলবে চা, লবণ, সাবান ও ডিটারজেন্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:১৭, ২৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৮:৪১, ২৯ সেপ্টেম্বর ২০২৫
দেশের দরিদ্র ও স্বল্পআয়ের মানুষের জন্য টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য তালিকায় আগামী নভেম্বর মাস থেকে যুক্ত হচ্ছে নতুন পাঁচটি পণ্য। এসব পণ্যের মধ্যে রয়েছে— চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের সাবান।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত "টিসিবির উপকারভোগী নির্বাচন ও সক্রিয়করণ বিষয়ক সভায়" এই ঘোষণা দেওয়া হয়।
সভায় জানানো হয়, নতুন পণ্যগুলো টিসিবির বর্তমান বিক্রয় কার্যক্রমের সঙ্গে যুক্ত হলে দরিদ্র মানুষের জীবনযাত্রায় বাড়তি স্বস্তি আসবে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও তা সহায়ক হবে।
এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, "টিসিবির কার্যক্রম পরিচালনায় সরকার প্রতি বছর প্রায় ৫ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে থাকে। এতে বাজারে চাহিদা ও সরবরাহে ভারসাম্য তৈরি হয়। নতুন পণ্যগুলো এ প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।"
সভায় টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিষয়ক হালনাগাদ তথ্য জানানো হয়। সভার তথ্যানুযায়ী, বর্তমানে দেশে সক্রিয় কার্ডের সংখ্যা ৬০ লাখ ৩৪ হাজার ৩১৬টি ও আরও ৩ লাখ ৩৯ হাজার ৪৫৪টি কার্ড সক্রিয়করণ অপেক্ষার তালিকায় রয়েছে।
এ বিষয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, "প্রকৃত উপকারভোগীর কাছে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড পৌঁছাক, এটা আমার প্রত্যাশা। কার্ড পাওয়ার ক্ষেত্রে উপকারভোগীর পরিচয় হোক—সে দরিদ্র, অসহায় মানুষ। সরকারের সহযোগিতা তার প্রাপ্য।”
তিনি আগামী এক মাসের মধ্যে সারা দেশে উপকারভোগী নির্বাচন ও কার্ড সক্রিয়করণে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
সভায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, "সঠিক উপকারভোগী শনাক্ত করাই এখন মূল চ্যালেঞ্জ। সিটি করপোরেশনের কার্যক্রমেও কিছুটা ধীরগতি রয়েছে। তবে সমস্যাগুলো চিহ্নিত হওয়ায় দ্রুত সমাধান সম্ভব।”
সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান, টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. ফয়সাল আজাদ প্রমূখ উপস্থিত ছিলেন।
