রোববার, ১৬ নভেম্বর ২০২৫

| ২ অগ্রাহায়ণ ১৪৩২

বিচারকদের নিরাপত্তা বাড়াতে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:৫১, ১৬ নভেম্বর ২০২৫

বিচারকদের নিরাপত্তা বাড়াতে হাইকোর্টে রিট

হাইকোর্ট। ছবি: সংগৃহীত

রাজশাহীতে বিচারকের ছেলে হত্যাকাণ্ডের পর সারাদেশের অধস্তন আদালতের বিচারকদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দাখিল করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ জানিয়েছেন, চলতি সপ্তাহেই বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
১৩ নভেম্বর রাজশাহী মহানগরীর তেরখাদিয়া ডাবতলা এলাকায় দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের সরকারি বাসভবনে ঢুকে গাইবান্ধার ফুলছড়ির বাসিন্দা লিমন মিয়া (২৫) বিচারকের ছেলে তাওসিফ রহমানকে (১৫) ছুরিকাঘাত ও শ্বাসরোধে হত্যা করে। হামলায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিও গুরুতর আহত হন। ধস্তাধস্তির একপর্যায়ে লিমনও আহত হন এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর ১৪ নভেম্বর বিচারক মোহাম্মদ আব্দুর রহমান রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় একমাত্র আসামি লিমন মিয়ার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

এ ঘটনার পর বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন অভিযোগ তোলে যে—বিচারকের বাসায় নিরাপত্তা নিশ্চিতে পুলিশের অবহেলা ছিল। একই সঙ্গে আসামিকে আইন বহির্ভূতভাবে মিডিয়ার সামনে হাজির করে অপেশাদার আচরণ করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন।

সংগঠনটি ৪৮ ঘণ্টার মধ্যে বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করা ও দায়িত্বে অবহেলা করা পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ১৬ নভেম্বর থেকে সারাদেশে কলমবিরতির কর্মসূচির ঘোষণা দেয়। তবে ১৫ নভেম্বর সরকার প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়ায় তারা কর্মসূচি প্রত্যাহার করেন।

ঘটনার প্রতিবাদ ও নিহত তরুণ তাওসিফের স্মরণে রবিবার (১৬ নভেম্বর) সারাদেশের বিচারকরা কালোব্যাজ ধারণ করেন এবং বিভিন্ন আদালত প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬
জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন সেই খাদিজা
পঞ্চগড়-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন সারজিস আলম
শিক্ষক আন্দোলনে সাউন্ড গ্রেনেডে আহত সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তারের মৃত্যু
বাহরাইনে জাতিসংঘ সমন্বয়কের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ছয় জেলায় নতুন এসপি
শাহজালাল বিমানবন্দরে পুশকার্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত এয়ার ইন্ডিয়ার প্লেন
হাসিনার রায়ের দিন ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে চিঠি
প্রাথমিকভাবে আনুমানিক ৮০০ সেনা যাবে কাতার
ককটেল নিক্ষেপ–আগুন দিলে গুলির নির্দেশ: ডিএমপি কমিশনার
সংসদে ৩৩ শতাংশ নারী আসন ও সরাসরি নির্বাচনের দাবি নারীপক্ষের
ভুয়া ভিডিও নিয়ে জরুরি সতর্কবার্তা দিল অর্থ মন্ত্রণালয়
বালুময় মরুর বুকে সৌদি ফ্যাশনের নবজাগরণ
পার্বতীপুরে ফের সরকারি আশ্রয়ন প্রকল্পে ১০ ঘরে অগ্নিকান্ড
ভিসা বিষয়ে ব্রিটিশ হাইক‌মিশনের জরুরি সতর্কবার্তা
খুলনা-৬ আসনে ‘বেহেশতের টিকিট’ বিতর্কে উত্তপ্ত নির্বাচনী মাঠ
বেক্সিমকো টেক্সটাইল খুলছে, রিভাইভালের লিজে কাজে ফিরবেন ২৫ হাজার শ্রমিক
জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
হাসিনার রায়ের দিন মাঠে থাকার ঘোষণা জামায়াতসহ ৮ দলের
বাংলাদেশে উৎপাদন শুরু করতে যাচ্ছে এআই প্রযুক্তি ব্র্যান্ড অনার