শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

আ.লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল গ্রেপ্তার

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১৭:৪১, ৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৮:২৭, ৫ অক্টোবর ২০২৫

আ.লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল গ্রেপ্তার

আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বিএম মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর নিকেতন এলাকায় অভিযান চালিয়ে ডিবি-গুলশান বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে।

ডিএমপির উপকমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বিএম মোজাম্মেল হকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত হত্যা মামলাসহ রাজধানীর বিভিন্ন থানায় আটটি মামলার তথ্য পাওয়া গেছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন