বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

দায়বদ্ধতার অভাবে বাদ দীপিকা, ভাগ্য খুলছে আলিয়ার!

বিনোদন ডেস্ক 

প্রকাশ: ১৩:৫৪, ১১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৮:২৯, ১১ অক্টোবর ২০২৫

দায়বদ্ধতার অভাবে বাদ দীপিকা, ভাগ্য খুলছে আলিয়ার!

‘কল্কি ২৮৯৮ এডি’-এর সিকুয়েল থেকে বাদ পড়লেন দীপিকা পাড়ুকোন। প্রযোজনা সংস্থার দাবি— অভিনেত্রীর কাজে দায়বদ্ধতার অভাবই নাকি প্রধান কারণ। আর সেই সুযোগে ভাগ্য খুলছে আলিয়া ভাটের।

ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, ছবির সিকুয়েলে 'সুমতী' চরিত্রে আলিয়ার সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো পক্ষই ঘোষণা দেয়নি।

প্রযোজনা সংস্থা জানায়, দীপিকা সিকুয়েলে থাকছেন না কারণ মা হওয়ার পর থেকে তিনি স্পষ্ট শর্ত দিয়েছেন— দিনে আট ঘণ্টার বেশি কাজ করবেন না। প্রযোজকদের মতে, এই সময়সীমা সিনেমার বিশাল প্রযোজনা পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে একের পর এক বড় প্রজেক্ট থেকে নাম কাটা পড়ছে অভিনেত্রীর।

তবে দীপিকা নিজের অবস্থানে অনড়। তার ভাষায়—“অনেক পুরুষ তারকা আছেন যারা দিনে আট ঘণ্টার বেশি কাজ করেন না, তখন কেউ প্রশ্ন তোলে না। কিন্তু একজন নারী একই দাবি করলেই সেটা বিতর্ক হয়ে যায়।”

দীপিকার পক্ষে সমর্থনের ঢলও উঠেছে। পাকিস্তানি অভিনেত্রী ইকরা আজিজ ইনস্টাগ্রামে লেখেন—“একজন মা কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখতে চাইছেন—এটা দায়িত্বশীলতারই প্রকাশ। তার সহকর্মীদের উচিত তাকে সমর্থন করা।”

বলিউড মহলে এখন জোর আলোচনা—দায়িত্ববোধ না কি মাতৃত্বের ভারসাম্য—কোনটি মুখ্য কারণ হয়ে দাঁড়াল দীপিকার জন্য এই সিদ্ধান্তে?

সূত্র: আনন্দবাজার

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন