বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

প্রেমিকা ও স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে হিরো আলমের মামলা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২০:৪২, ৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:৪৬, ৬ অক্টোবর ২০২৫

প্রেমিকা ও স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে হিরো আলমের মামলা

স্ত্রীর প্রেমিক ও নিজের প্রেমিকার বিরুদ্ধে মামলা করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

বাড্ডা থানায় করা মামলায় এক নম্বর আসামি হিসেবে মিথিলা এবং চার নম্বর আসামি হিসেবে ম্যাক্স অভি ওরফে কামরুল ইসলাম রিয়াজের নাম উল্লেখ করা হয়েছে। দুজনই হিরো আলমের মতো কনটেন্ট ক্রিয়েটর।

এ ব্যাপারে হিরো আলম গণমাধ্যমকে বলেন, ‘মিথিলা ও তার স্বামী আমাকে মারতে চায়। আবার ম্যাক্স অভিও আমাকে হত্যা করতে চায়। সে রিয়া মনিকে বিয়ে করার জন্য এমন পরিকল্পনা করছে। এ রকম প্রমাণ ভিডিওসহ আমার কাছে আছে, যা আমি পুলিশকে দিয়েছি।’

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর আফতাবনগরের 'এম' ব্লকে একদল দুর্বৃত্ত হিরো আলমকে মারধর করে কাশবনে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ‘হিরো আলম নিজে বাদী হয়ে মামলা করেছেন। ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি।’

মামলার অভিযোগপত্রে হিরো আলম উল্লেখ করেছেন, ‘এক ও চার নম্বর বিবাদীর নির্দেশে মোটরসাইকেলে আসা কয়েকজন আমাকে জোর করে কাশবনে নিয়ে যায়। সেখানে লাঠি ও লোহার স্কেল দিয়ে আমার মাথা ও হাতে আঘাত করে। তারা আমার ফোন ভেঙে ফেলে এবং প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।’

এর আগে গত জুন মাসে হাতিরঝিলের এক বাসায় রিয়া মনি ও ম্যাক্স অভিকে ঘিরে একই ধরনের সংঘর্ষ হয়। সেই ঘটনায়ও হিরো আলম হত্যাচেষ্টা মামলা করেছিলেন, যেখানে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তারের পর মুচলেকায় মুক্তি দেওয়া হয়।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন