থানায় সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিককে মারধর
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২২:২৮, ১২ অক্টোবর ২০২৫

পেশাগত দায়িত্ব পালনকালে চট্টগ্রাম নগরীর খুলশী থানা কম্পাউন্ডে যমুনা টিভির রিপোর্টার জোবায়েদ ইবনে শাহাদাতকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে মারধর করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম।
রবিবার (১২ অক্টোবর) বিকেলে খুলশী থানার ভেতরে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, শনিবার রাতে নগরের জিইসি কনভেনশন সেন্টারে এক কনসার্টে ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা’ স্লোগান দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সেই ঘটনার সংবাদ সংগ্রহে পরদিন খুলশী থানায় যান যমুনা টিভির রিপোর্টার জোবায়েদ ও ক্যামেরাপার্সন আসাদুজ্জামান লিমন। সেখানেই কথাকাটাকাটির একপর্যায়ে সাংবাদিকদের ওপর শারীরিক নির্যাতন চালান ডিসি আমিরুল ইসলাম।
ভুক্তভোগী সাংবাদিক জোবায়েদ ইবনে শাহাদাত বলেন,“কনসার্টে আটক ব্যক্তির স্বজনদের সঙ্গে থানার ভেতরে কথা বলছিলাম। ডিসি এসে জানতে চান অনুমতি নিয়েছি কি না। আমি জবাব দেওয়ার আগেই তিনি আমার গালে দুটি থাপ্পড় মারেন। প্রতিবাদ করায় আমাকে থানার ভেতরে নিয়ে ফেলে কিলঘুষি ও লাথি মারেন। তিনি আমাকে ‘ফ্যাসিস্ট’ বলে গালিগালাজ করে বলেন—‘তুই ফ্যাসিস্ট, আমি তোরে মারি নাই, শয়তানকে মারছি।’ পরে অন্য পুলিশ এসে আমাকে উদ্ধার করে।”
ঘটনার পরপরই খুলশী থানার সামনে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) বিক্ষোভ সমাবেশ করে। বিকেল ৪টায় নগরের কাজির দেউড়ি মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সাংবাদিক সমাজ।
প্রতিবাদে অংশ নেন টেলিভিশন, জাতীয় ও স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরা।
চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক (সিটিআরএন) এ ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে।
বক্তারা বলেন,“সাংবাদিকদের ওপর পুলিশের এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ এবং সংবিধান ও নাগরিক অধিকার লঙ্ঘন।”
তারা অভিযুক্ত কর্মকর্তার দ্রুত বিভাগীয় শাস্তি, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যতে এমন ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন চট্টগ্রামের সাংবাদিক সমাজ।
অভিযুক্ত ডিসির প্রতিক্রিয়া ঘটনা বিষয়ে জানতে উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলামকে ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।