বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

সিলেটে গুমবিষয়ক প্রামাণ্যচিত্রের শুটিংয়ে সালাহউদ্দিন আহমদ

সিলেটে প্রতিনিধি 

প্রকাশ: ২১:১০, ১১ অক্টোবর ২০২৫

সিলেটে গুমবিষয়ক প্রামাণ্যচিত্রের শুটিংয়ে সালাহউদ্দিন আহমদ

গুমের ঘটনা নিয়ে নির্মিতব্য একটি প্রামাণ্যচিত্রের শুটিংয়ে অংশ নিতে সিলেট সফর করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার সকালে একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং সেখান থেকে সরাসরি চলে যান গোয়াইনঘাটের তামাবিল সীমান্ত এলাকায়, যেখানে শুটিংয়ের মূল দৃশ্য ধারণ চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় গুম ও হত্যা ইস্যু নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রামাণ্যচিত্রটি নির্মিত হচ্ছে। প্রামাণ্যচিত্রের বিষয়বস্তু গুমের শিকার ব্যক্তিদের বাস্তব অভিজ্ঞতা, পরিবারগুলোর বেদনা এবং আইনগত প্রক্রিয়ার অন্তরালে থাকা গল্পগুলো তুলে ধরবে।

দুপুরের শুটিং শেষে বিকেলে সালাহউদ্দিন আহমদ হযরত শাহপরান (রহ.) ও হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন। শাহপরানের মাজারে সাংবাদিকদের মুখোমুখি হলেও তিনি সংক্ষিপ্তভাবে বলেন, ‘গুমের ভয়াবহ অধ্যায় বাংলাদেশের ইতিহাসে কালো দাগ হয়ে আছে। আমি শুধু সত্য বলতেই এসেছি।’ এরপর তিনি আবার ঢাকায় ফিরে যান।

প্রসঙ্গত, ২০১৫ সালে সালাহউদ্দিন আহমদ গুম হন এবং পরে ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে পাওয়া যায় তাকে। আইনি জটিলতার কারণে তিনি সেখানে প্রায় নয় বছর অবস্থান করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ফেরার পরিবেশ সৃষ্টি হলে তিনি ২০২৫ সালের ১১ আগস্ট দেশে ফিরে আসেন।
 

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু