হাটহাজারীতে সেনা সদস্যকে গুলি করা জাহাঙ্গীর অবশেষে গ্রেপ্তার
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৯:২৭, ১১ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের হাটহাজারীতে সেনা সদস্যকে গুলি করে পালানো ডাকাত ড্রাইভার জাহাঙ্গীর হোসেন (৩৭) অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে। শুক্রবার রাতে হাটহাজারী থানাধীন বড়দিঘির পারের পশ্চিমে খিল্লাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রূপন নাথ।
গ্রেপ্তাকৃত জাহাঙ্গীর চট্টগ্রাম সিটি করপোরেশনের ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের সেকান্দর কলোনির মৃত ইসমাইল হোসেনের পুত্র। পুলিশের তথ্যমতে, চলতি বছরের ২৬ এপ্রিল রাত আড়াইটার দিকে হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ড সংলগ্ন পূর্ব দেওয়ান নগর শায়েস্তা খাঁ পাড়ার ‘গাউছিয়া গ্রোসারি’ দোকানে সংঘটিত এক ভয়াবহ ডাকাতির সময় সেনা সদস্য শহিদুল ইসলাম (২১) গুলিবিদ্ধ হন।
সেদিন মুখোশধারী ডাকাতদল দোকানে ঢুকে মালিক রাশেদুল ইসলামকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১১ লাখ টাকা লুট করে নেয়। এসময় দোকানির ছোট ভাই, সেনাবাহিনীর ২৭ বীর সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্টে কর্মরত সৈনিক শহিদুল ইসলাম বাধা দিলে ডাকাতরা এলোপাতাড়ি গুলি চালায় এবং চার-পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।
পরদিন ২৭ এপ্রিল দোকান মালিক বাদী হয়ে থানায় ডাকাতির মামলা (নং-২১) দায়ের করেন। তদন্তে দুই আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে জানায়, ডাকাতির সময় সেনা সদস্যকে লক্ষ্য করে গুলি চালায় জাহাঙ্গীর হোসেন।
হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, ‘গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর সরাসরি গুলি চালানোর ঘটনায় জড়িত। দীর্ঘদিন পলাতক থাকার পর নিরবচ্ছিন্ন অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।’