বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় চার্জশিট

আবু সাইদ চেয়ারম্যানসহ ১৩৬ জন অভিযুক্ত

পাবনা প্রতিনিধি 

প্রকাশ: ১৯:৪৩, ৮ অক্টোবর ২০২৫

আবু সাইদ চেয়ারম্যানসহ ১৩৬ জন অভিযুক্ত

পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় ১৩৬ জনের নামে চার্জশিট দাখিল করেছে পুলিশ। এর মধ্যে প্রধান আসামি হিসেবে রয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাইদ।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতেই পাবনা সদর থানার পরিদর্শক (অপারেশন) ও মামলার তদন্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সাহা আদালতে এ চার্জশিট জমা দেন।

তদন্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সাহা বলেন, `রাতে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। মামলায় মোট ৩৫ জনকে বিভিন্ন সময় গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।‘

পাবনা জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম সরওয়ার খান জুয়েল জানান, তদন্ত কর্মকর্তা ফোনে চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে চার্জশিটের অনুলিপি এখনও হাতে পাওয়া যায়নি। তিনি বলেন, ‘এজাহারে ১০৩ জনকে অভিযুক্ত করা হয়েছিল। তদন্তে আরও ৩৪ জন নতুন করে যুক্ত হয়েছেন। জানা গেছে, এজাহার থেকে কারও নাম বাদ দেওয়া হয়নি।’

২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে পাবনা শহরের ট্রাফিক মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, আবু সাইদ চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর হামলা চালান।

সে সময় গুলিতে নিহত হন পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জাহিদুল ইসলাম (১৮) এবং সিদ্দিক মেমোরিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র মাহবুব হোসেন নিলয় (১৬)।

ঘটনার ছয় দিন পর ১০ আগস্ট নিহত জাহিদুলের বাবা দুলাল উদ্দিন বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলায় সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১০৩ জন নেতাকর্মীকে আসামি করা হয়।

মামলার তদন্ত শেষে পুলিশ চার্জশিটে মোট ১৩৬ জনকে অভিযুক্ত করেছে। আদালতে চার্জশিট দাখিলের পর শিগগিরই মামলাটি বিচারিক প্রক্রিয়ায় যাবে বলে জানা গেছে।
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু