রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় চার্জশিট

আবু সাইদ চেয়ারম্যানসহ ১৩৬ জন অভিযুক্ত

পাবনা প্রতিনিধি 

প্রকাশ: ১৯:৪৩, ৮ অক্টোবর ২০২৫

আবু সাইদ চেয়ারম্যানসহ ১৩৬ জন অভিযুক্ত

পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় ১৩৬ জনের নামে চার্জশিট দাখিল করেছে পুলিশ। এর মধ্যে প্রধান আসামি হিসেবে রয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাইদ।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতেই পাবনা সদর থানার পরিদর্শক (অপারেশন) ও মামলার তদন্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সাহা আদালতে এ চার্জশিট জমা দেন।

তদন্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সাহা বলেন, `রাতে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। মামলায় মোট ৩৫ জনকে বিভিন্ন সময় গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।‘

পাবনা জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম সরওয়ার খান জুয়েল জানান, তদন্ত কর্মকর্তা ফোনে চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে চার্জশিটের অনুলিপি এখনও হাতে পাওয়া যায়নি। তিনি বলেন, ‘এজাহারে ১০৩ জনকে অভিযুক্ত করা হয়েছিল। তদন্তে আরও ৩৪ জন নতুন করে যুক্ত হয়েছেন। জানা গেছে, এজাহার থেকে কারও নাম বাদ দেওয়া হয়নি।’

২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে পাবনা শহরের ট্রাফিক মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, আবু সাইদ চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর হামলা চালান।

সে সময় গুলিতে নিহত হন পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জাহিদুল ইসলাম (১৮) এবং সিদ্দিক মেমোরিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র মাহবুব হোসেন নিলয় (১৬)।

ঘটনার ছয় দিন পর ১০ আগস্ট নিহত জাহিদুলের বাবা দুলাল উদ্দিন বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলায় সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১০৩ জন নেতাকর্মীকে আসামি করা হয়।

মামলার তদন্ত শেষে পুলিশ চার্জশিটে মোট ১৩৬ জনকে অভিযুক্ত করেছে। আদালতে চার্জশিট দাখিলের পর শিগগিরই মামলাটি বিচারিক প্রক্রিয়ায় যাবে বলে জানা গেছে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

‘মিনেসোটা প্রোটোকল’ মেনে শুরু জুলাই শহীদদের শনাক্তকরণ
বইয়ের জ্ঞান খেলাপিদের কাছে হার মানল: উপদেষ্টা ওয়াহিদউদ্দিন
এভারকেয়ারে জোবাইদা, চলছে মেডিকেল বোর্ডের সভা
স্কুলিং মডেল বাতিলের দাবিতে শাহবাগ অবরোধ শিক্ষার্থীদের
বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
৬ ডিসেম্বর ১৯৭১ : বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান
জুলাই আন্দোলনের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে সিআইডির উদ্যোগ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ করল কেওক্রাডং
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
সিএমপির সব থানার ওসি রদবদল
যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করতে পেরেছি
৬৪ জেলায় ৬৪ বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেবে সরকার
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত
ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব