ইউএনওর নির্দেশনা
মিরসরাইয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন নিষিদ্ধ
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০১:৫৭, ৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৩:০৭, ৬ অক্টোবর ২০২৫

প্রতীকী ছবি
চট্টগ্রামের মিরসরাইয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধসহ একাধিক নির্দেশনা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার।
রবিবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়, কোনো শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না। কেউ বিনা কারণে টানা পাঁচ দিনের বেশি অনুপস্থিত থাকলে তা প্রতিষ্ঠান প্রধানকে লিখিতভাবে জানাতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী সবাইকে মাদকদ্রব্য গ্রহণ থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। পাশাপাশি কিশোরগ্যাং, ইভটিজিং, যৌন হয়রানি ও বাল্যবিয়ে প্রতিরোধে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের নেতৃত্বে একটি কমিটি গঠন করতে হবে। এ কমিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
এতে আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরে কিংবা প্রাঙ্গণে কোনো ধরনের অশ্লীল আচরণ, অঙ্গভঙ্গি বা কর্মকাণ্ড, ছবি ও ভিডিও ধারণ বা প্রচার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
ইউএনও সোমাইয়া আক্তার বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলাপূর্ণ, নিরাপদ ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতেই এই নির্দেশনা জারি করা হয়েছে।”