ফিলিপাইনে আবার ৬ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩:৫৮, ১১ অক্টোবর ২০২৫
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও উপকূলে শনিবার রাতে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ছবি: ইউএসজিএসের সৌজন্যে
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও উপকূলে ফের আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। শনিবার (১১ অক্টোবর) স্থানীয় সময় রাতে ৬ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
সংস্থার তথ্য অনুযায়ী, কম্পনটির উৎপত্তিস্থল ছিল সুরিগাও দেল সুর প্রদেশের কাগওয়াইট শহরের কাছাকাছি, ভূমি থেকে প্রায় ৫৯ কিলোমিটার (৩৭ মাইল) গভীরে।
এর একদিন আগেই শুক্রবার একই অঞ্চলে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে, যাতে অন্তত সাতজনের মৃত্যু হয়। প্রথম ভূমিকম্পটি ছিল ৭.৪ মাত্রার, যা পাহাড়ি অঞ্চলে ভূমিধস ঘটায় এবং উপকূলীয় এলাকায় সুনামির আশঙ্কায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে। কয়েক ঘণ্টা পর একই ত্রুটিরেখায় ৬.৮ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। দ্বিতীয় কম্পনটি দাভাও ওরিয়েন্টাল প্রদেশের মানায় শহরের উপকূলে ৩৭ কিলোমিটার গভীরে ঘটে বলে জানায় ফিলিপাইন ভূকম্পবিদ্যা ও আগ্নেয়গিরি ইনস্টিটিউট ।
স্থানীয় কর্তৃপক্ষ সেসময় সুনামি সতর্কতা জারি করলেও পরে তা প্রত্যাহার করা হয়। একাধিক বাড়িঘর ও সড়ক অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে এবং উদ্ধারকাজে সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবীরা অংশ নিচ্ছেন।
শনিবারের নতুন ভূমিকম্পের পর এখনো পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে জনমনে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ধারাবাহিক এই ভূমিকম্পগুলো ফিলিপাইনের সক্রিয় ভূতাত্ত্বিক ত্রুটিরেখায় প্রবল চাপের ইঙ্গিত দিচ্ছে।
সূত্র: খালিজ টাইমস
