ফিলিপাইনে ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, ‘ধ্বংসাত্মক সুনামি’র আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯:৪৬, ১০ অক্টোবর ২০২৫
ছবি : সংগৃহীত
দক্ষিণ ফিলিপাইনের উপকূলে শুক্রবার সকালে ৭.৪ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৪৩ মিনিটে (০১:৪৩ জিএমটি) মিনদানাও অঞ্চলের মানাই শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ভূমিকম্পটির কেন্দ্রস্থল।
ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূকম্পবিদ্যা ইনস্টিটিউট জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে দেশের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে “ধ্বংসাত্মক সুনামি” আঘাত হানতে পারে। সংস্থাটি সতর্ক করে বলেছে—“জীবনহানিকর ঢেউ উচ্চতা” প্রত্যাশিত এবং উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের অবিলম্বে উঁচু স্থানে বা অন্তর্দেশীয় এলাকায় সরে যেতে বলা হয়েছে।
মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্রের সতর্কতা, ফিলিপিন্সের কিছু অংশে ১-৩ মিটার উচ্চতার ঢেউ উঠতে পারে। অন্যদিকে ইন্দোনেশিয়ার কিছু উপকূল এবং দ্বীপরাষ্ট্র পালাউতে ৩০ সেমি থেকে ১ মিটার উচ্চতার ঢেউ দেখা দিতে পারে।
স্থানীয় প্রশাসন ইতিমধ্যে উপকূলবর্তী এলাকায় জরুরি সতর্কতা জারি করেছে এবং সিভিল ডিফেন্স টিম উদ্ধারকাজের প্রস্তুতি নিচ্ছে। তবে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এটি মাত্র ১১ দিন আগের আরেকটি বড় ভূমিকম্পের পরপরই ঘটল—যেখানে ৬.৯ মাত্রার কম্পনে সেন্ট্রাল সেবু দ্বীপে অন্তত ৭৪ জন প্রাণ হারিয়েছিলেন এবং প্রায় ৭২ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল।
ভূমিকম্প প্রবণ দেশ ফিলিপাইনে এ ধরনের শক্তিশালী কম্পন নতুন নয়। দেশটি প্রশান্ত মহাসাগরের “রিং অব ফায়ার”-এর অংশ হওয়ায় প্রায়ই তীব্র ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতের মুখে পড়ে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই সর্বশেষ কম্পনটির প্রভাবে আগামী কয়েক ঘণ্টার মধ্যে উপকূলীয় জেলাগুলোতে ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পেতে পারে এবং তা মানববসতিতে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এ অবস্থায় জনগণকে শান্ত থেকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। সূত্র: খালিজ টাইমস
