শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

| ১০ কার্তিক ১৪৩২

কেঁপে উঠল বাগিও সিটি, স্কুল বন্ধ ঘোষণা

উত্তর ফিলিপাইনে মাঝারি মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৫৫, ৯ অক্টোবর ২০২৫

উত্তর ফিলিপাইনে মাঝারি মাত্রার ভূমিকম্প

ছবি :ইন্টারনেট

উত্তর ফিলিপাইনের পার্বত্য শহর বাগিও সিটিতে বৃহস্পতিবার সকালে মাঝারি মাত্রার এক ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সরকারি ভূকম্পন বিভাগ জানায়, সকাল ১০টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল লা ইউনিয়নের পুগো শহরের উত্তর-পূর্বে মাত্র ২ কিলোমিটার দূরে, এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৪.৮ ধরা হলেও পরে তা সংশোধন করে ৪.৪ বলে জানায় ফিলিপাইনের রাষ্ট্রীয় সিসমোলজি ইনস্টিটিউট।

ভবন খালি, স্কুল বন্ধের নির্দেশ
ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই শত শত মানুষ ভবন ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। বাগিও সিটি হেলথ অফিসের প্রশাসক রালফ কাবুয়াগ জানান, “আমরা এখন ভবনের ক্ষয়ক্ষতি যাচাই করছি।”
ওই ভবন থেকে ৩০০ জনের বেশি কর্মী ও রোগী নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
শহরের মেয়র বেনজামিন মাগালং ভূমিকম্পের পরপরই সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধের নির্দেশ দেন। শহরের জনসংযোগ কার্যালয় (PIO) এক ঘোষণায় জানায়, স্কুলগুলোতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শ্রেণি কার্যক্রম স্থগিত থাকবে।

১৯৯০ সালের ভয়াল স্মৃতি ফিরে এল
ভূমিকম্পপ্রবণ এই পাহাড়ি অঞ্চলে এর আগেও ভয়াবহ বিপর্যয় ঘটেছে। ১৯৯০ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে বাগিও ও আশপাশের এলাকায় প্রায় ১,৬০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন।
বাগিও সিটি এখনো দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র এবং পাহাড়ি শহরগুলোর মধ্যে সবচেয়ে জনবহুল—প্রায় ৩ লক্ষ ৬৬ হাজার মানুষের বাসস্থান এই শহরে।
স্থানীয় প্রশাসন ও জরুরি উদ্ধারকর্মীরা এখন ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করছেন। ভূমিকম্পের পর কোনো বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গত ১০ দিনের মধ্যেই ফিলিপাইনের মধ্যাঞ্চলে আরও একটি শক্তিশালী ভূমিকম্পে ৭০ জনের বেশি মানুষ নিহত হওয়ায় উদ্বেগ বাড়ছে।


 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নভেম্বরেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন
কোস্ট গার্ডের অভিযান,নারী ও শিশুসহ ৪৪ জন অপহৃত উদ্ধার
‘আন্তর্জাতিক’ মর্যাদা হারাল কক্সবাজার বিমানবন্দর
১২ লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে খুন করেন ডন!
পশ্চিম তীর দখলে বিল পাস, ইসরায়েলের নিন্দা বাংলাদেশের
কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধ করল ট্রাম্প
পদত্যাগের গুঞ্জনে এনসিপির বক্তব্য "নাসীরুদ্দীন পাটোয়ারী আমাদের সাথেই আছেন“
ইসরায়েলের খননকাজে ঝুঁকিতে আল-আকসা মসজিদ
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে বাস খাদে, মা-মেয়ে নিহত
ইন্টার মায়ামিতেই থাকছেন লিওনেল মেসি
ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, নিহত অন্তত ২০