শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে হোঁচট খেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩:০৬, ৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৪:১৪, ৯ অক্টোবর ২০২৫

ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে হোঁচট খেল বাংলাদেশ

টি-টোয়েন্টিতে সাফল্যের পর ওয়ানডেতে আবারও ব্যর্থতার ধারায় ফিরল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে গেল মেহেদী হাসান মিরাজের দল।

বুধবার (৮ অক্টোবর) আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ে ‘ডট বলের’ ছড়াছড়ি ছিল ভয়াবহ। ১৬৯টি বল থেকে কোনো রান আসেনি। ওয়ানডে ক্রিকেটে এমন নিষ্প্রাণ ব্যাটিং সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে হতাশাজনক বলে মনে করছেন বিশ্লেষকরা।

শনিবার এই মাঠেই সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। 

ব্যাটিংয়ে ধুঁকল টাইগাররা

টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৮.৫ ওভারে ২২১ রানে অলআউট হয় বাংলাদেশ। মিরাজ (৬০) ও হৃদয় (৫৬) ব্যাট হাতে কিছুটা প্রতিরোধ গড়লেও দলকে টেনে নিতে পারেননি। দুজন মিলে ১০১ রানের জুটি গড়লেও সেটিতে ১৪২টি বল লেগে যায়, যা ম্যাচের গতি ভেঙে দেয়।

টপ অর্ডারে আবারও ব্যর্থতা। তানজিদ হাসান ও শান্ত আউট হন ১০ রান করে। অভিষেক ম্যাচে সাইফ হাসান করেছিলেন ২৬ রান। কিন্তু দলের স্কোর ৫৩ রানের মধ্যেই পড়েছিল ৩ উইকেট।

রাশিদ-ওমারজাইয়ের বিধ্বংসী বোলিং

আফগানিস্তানের হয়ে দুর্দান্ত বোলিং করেন আজমাতউল্লাহ ওমারজাই ও রাশিদ খান। ওমারজাই নেন ৩ উইকেট, সঙ্গে ব্যাট হাতে ৪০ রানের কার্যকর ইনিংস খেলে হন ম্যাচসেরা।

রাশিদ খান ১০ ওভারে ৩৮ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংস ভেঙে দেন।

মিরাজকে আউট করে রাশিদ স্পর্শ করেন এক বিশেষ মাইলফলক — ২০০ ওয়ানডে উইকেট নেওয়া প্রথম আফগান বোলার হিসেবে।

আফগানদের সহজ জয়

জবাবে ব্যাটিংয়ে নামা আফগানিস্তান ১৭ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায়। রাহমানউল্লাহ গুরবাজ (৫০), রেহমাত শাহ (৫০) এবং অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি (৩৩*) দলের জয়ে বড় ভূমিকা রাখেন।

ওপেনিংয়ে গুরবাজ ও ইব্রাহিমের জুটি এনে দেয় দারুণ সূচনা। পরে ওমারজাইয়ের ৪৪ বলে ৪০ রানের ইনিংস কার্যত নিশ্চিত করে দেয় আফগানদের জয়।

বাংলাদেশের হয়ে তানজিম হাসান সাকিব নেন ৩ উইকেট, মিরাজ ও তানভির ইসলাম নেন ১টি করে উইকেট।

সিরিজে পিছিয়ে বাংলাদেশ

তিন ম্যাচের সিরিজে আফগানিস্তান এখন ১-০ তে এগিয়ে।
সিরিজের দ্বিতীয় ম্যাচও অনুষ্ঠিত হবে একই মাঠে, আগামী শনিবার (১১ অক্টোবর)।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২২১ (হৃদয় ৫৬, মিরাজ ৬০, ওমারজাই ৩/৪০, রাশিদ ৩/৩৮)
আফগানিস্তান: ২২৬/৫ (গুরবাজ ৫০, রেহমাত ৫০, তানজিম ৩/৩১)
ফল: আফগানিস্তান ৫ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: আজমাতউল্লাহ ওমারজাই

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন