আইএমএফ মিশন টিমের সঙ্গে এনসিপির বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:৩১, ১৪ নভেম্বর ২০২৫
হোটেল ইন্টারকন্টিনেন্টালে আইএমএফ মিশন টিমের সঙ্গে এনসিপির প্রতিনিধি দল। ছবি: সমাজকাল
বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংকট, কাঠামোগত দুর্বলতা এবং রাজনৈতিক রূপান্তরের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)–এর মিশন টিমের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে দুই পক্ষই বাংলাদেশের অর্থনীতিকে টেকসই পথে ফেরাতে সমন্বিত সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে।
এনসিপির একটি প্রতিনিধি দল আইএমএফ-এর প্রতি সংকটময় সময়ে ধারাবাহিক সহায়তা এবং সংস্কার রোডম্যাপ উপস্থাপনের জন্য কৃতজ্ঞতা জানায়। দলটি জানায়, ‘বর্তমান পরিস্থিতিতে রাজস্ব খাতের আধুনিকায়ন, আর্থিক খাতে শৃঙ্খলা এবং সুশাসন প্রতিষ্ঠা জরুরি—এ বিষয়ে এনসিপি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।’
বৈঠকে আইএমএফ থেকে উপস্থিত ছিলেন , ক্রিস পাপাজর্জি ,(মিশন চিফ, বাংলাদেশ), ম্যাক্সিম ক্রিশকো, (রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ, ঢাকা) তৌহিদ এলাহি ( ডেপুটি সেক্রেটারি ও ইকোনমিক অ্যানালিস্ট)।
এনসিপির প্রতিনিধি দলে ছিলেন জাবেদ রাসিন ( যুগ্ম আহ্বায়ক ও প্রধান, শিল্প ও বাণিজ্য সেল), মো. সুলতান মোহাম্মদ জাকারিয়া( যুগ্ম আহ্বায়ক ও প্রধান, আন্তর্জাতিক সম্পর্ক সেল) , আলাউদ্দিন মোহাম্মদ ( যুগ্ম সদস্য সচিব ও কো-লিড, আন্তর্জাতিক সম্পর্ক সেল), আব্দুল্লাহ আল মামুন ফয়সাল (সংগঠক ও কো-লিড, শিল্প ও বাণিজ্য সেল) , মো. আব্দুল্লাহ আল ফয়সাল (যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সদস্য, শিল্প ও বাণিজ্য সেল)।
