কুষ্টিয়া-১ আসনে এনসিপির মনোনয়নপত্র কিনলেন নুসরাত তাবাসসুম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:১৩, ১৪ নভেম্বর ২০২৫
এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করে মনোনয়নপত্র কেনার বিষয়টি নিশ্চিত করেন তিনি।
নুসরাত পোস্টে লেখেন, সকাল সকাল একটি খবর আপনাদের জানাই। আমি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে কুষ্টিয়া-১ আসনে শাপলাকলি মার্কার নমিনেশন নিয়েছি। গত সাত-আট বছর সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত আমি, এর মধ্যে মাত্র এক বছর জাতীয় রাজনীতিতে।
তিনি আরও লিখেছেন, আমার অসংখ্য সীমাবদ্ধতা। তা সত্ত্বেও অনেক চিন্তাভাবনার পর এই সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি আমি দেশকে, আমার জনপদকে কী দিতে পারবো। শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া আর সমর্থন চাই।
নিজের রাজনৈতিক যাত্রা উল্লেখ করে তিনি বলেন, আমরা যারা স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় কাঁধে কাঁধ মিলিয়েছি, তাদের সবার কাছে দিকনির্দেশনা চাই। আমাকে দোয়ায় রাখবেন।
উল্লেখ্য, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ইতোমধ্যে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের তিনবারের সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু। একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে রয়েছেন উপাধ্যক্ষ মাওলানা মো. বেলাল উদ্দীন।
