নোয়াখালীতে এনসিপির ৪১ সদস্যের মধ্যে ২৩ জনের একযোগে পদত্যাগ
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৯:০১, ১২ নভেম্বর ২০২৫
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুব সংজাতীয় যুবশক্তিগঠন -এর নোয়াখালী জেলা আহ্বায়ক কমিটি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বড় ধাক্কা খেল দলটি। ৪১ সদস্যের নবগঠিত কমিটি থেকে একযোগে ২৩ জন নেতা পদত্যাগ করেছেন। মঙ্গলবার রাতে কমিটি ঘোষণার পর বুধবার (১২ নভেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত, যিনি প্রথম পদত্যাগ করেন।
সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার রাতে নতুন কমিটির অনুমোদন প্রকাশ করা হয়। কিন্তু ঘোষণার কিছুক্ষণের মধ্যেই একে একে কমিটির ২৩ সদস্য ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেদের পদত্যাগের ঘোষণা দেন।
সূত্রে জানা গেছে, পদত্যাগকারীদের মধ্যে আছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব, সিনিয়র মুখ্য সংগঠকসহ একাধিক শীর্ষস্থানীয় নেতা। এমনকি শহীদ পরিবারের সদস্য ও জুলাই আন্দোলনে আহত যোদ্ধারাও রয়েছেন এই তালিকায়।
পদত্যাগকারীদের অভিযোগ, তৃণমূলের কর্মী ও প্রকৃত ত্যাগীদের উপেক্ষা করে কেন্দ্রীয় পর্যায়ের লবিংয়ের মাধ্যমে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মাঠপর্যায়ের নিবেদিতপ্রাণ নেতাদের যথাযথ মূল্যায়ন হয়নি। তারা জানিয়েছেন, এভাবে গঠিত কমিটিতে থেকে ন্যায়বিচারহীন নেতৃত্ব মেনে নেওয়া সম্ভব নয়।
ইয়াছিন আরাফাত বলেন, “আমরা বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী ছিলাম, অথচ আজ নিজেরাই বৈষম্যের শিকার। কেন্দ্রীয় নেতারা পছন্দের মানুষ দিয়ে কমিটি করেছেন, তাই পদত্যাগের হিড়িক পড়েছে।” তিনি আরও জানান, ২৩ জনের পদত্যাগের মধ্যে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিনিয়র সদস্য সচিব, শহীদ পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহত যোদ্ধারাও।
আরাফাত জানান, তারা শিগগিরই সংবাদ সম্মেলন করে কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করবেন এবং দলের আদর্শ রক্ষায় তাদের প্রতিবাদ অব্যাহত রাখবেন।
কেন্দ্রীয় যুবশক্তির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, কমিটি গঠনের আগে প্রার্থীদের ভাইভা নেওয়া হলেও তা অনুসারে কমিটি করা হয়নি। তারা বলেন, তৃণমূলের ক্ষোভ সম্পর্কে তারা অবগত আছেন এবং বিষয়টি কেন্দ্রীয়ভাবে পর্যালোচনা করা হবে।
এই ঘটনার পর এনসিপির নোয়াখালী জেলা রাজনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের জন্য একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে।
