ঢাকা-৯ আসনে এনসিপির প্রার্থী হতে চান তাসনিম জারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:০৩, ১১ নভেম্বর ২০২৫
তাসনিম জারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে। এই প্রক্রিয়া চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।
দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা সোমবার রাতে ঢাকা-৯ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই আসনটি সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত। উল্লেখযোগ্য বিষয় হলো, বিএনপি রাজধানীর অন্যান্য আসনে প্রার্থী ঘোষণা করলেও এই আসনটি এখনো ফাঁকা রেখেছে। রাজনৈতিক মহলে জল্পনা চলছে—তাসনিম জারার জন্যই কি বিএনপি আসনটি খালি রেখেছে?
সোমবার রাতে রূপায়ণ টাওয়ারে অবস্থিত এনসিপির কার্যালয়ে দেখা যায়, মনোনয়ন প্রত্যাশী ও তাদের সমর্থকদের ভিড়ে সরগরম পুরো পরিবেশ। সমর্থকেরা প্রার্থীদের পক্ষে স্লোগান দিচ্ছেন এবং অনেকেই কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ছবি তুলছেন।
গত বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিক্রির উদ্বোধন করেন। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য ১০ হাজার টাকা, তবে জুলাই যোদ্ধা ও স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য মূল্য নির্ধারিত হয়েছে ২ হাজার টাকা।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন জানান, মনোনয়নপত্র বিতরণ শুরুর পর থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তিনি বলেন, “যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন, তরুণ, সামাজিকভাবে গ্রহণযোগ্য এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী থেকে উঠে এসেছেন—এমন প্রার্থীদের আমরা অগ্রাধিকার দিচ্ছি।”
আখতার হোসেন আরও জানান, ১৫ থেকে ২০ নভেম্বরের মধ্যে এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
