আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতেই হওয়া উচিত: চরমোনাই পীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:১৭, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:০৪, ১০ অক্টোবর ২০২৫
দেশে ইসলামি শক্তিকে ক্ষমতায় আনার উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, এই সুযোগ কাজে লাগাতে হলে অবিলম্বে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি বাস্তবায়ন জরুরি।
শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে চরমোনাই পীর বলেন, “বর্তমান সংখ্যাগরিষ্ঠতাভিত্তিক নির্বাচনী পদ্ধতিতে জনগণের প্রকৃত মতামত সংসদে প্রতিফলিত হয় না। ফলে রাজনীতিতে বৈষম্য, অস্থিরতা ও অন্যায় প্রভাব সৃষ্টি হয়। গণতন্ত্রের সত্যিকারের বিকাশে আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতেই হওয়া উচিত।”
তিনি আরও বলেন, ভোটের অনুপাতে দলগুলোর মধ্যে আসন বণ্টনই প্রকৃত গণতান্ত্রিক ও ন্যায়সংগত ব্যবস্থা। এতে ছোট ও নতুন রাজনৈতিক দলগুলোরও প্রতিনিধিত্ব নিশ্চিত হবে, জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা বৃদ্ধি পাবে।
চরমোনাই পীর বলেন, “আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে ন্যায়ভিত্তিক, প্রতিনিধিত্বশীল ও শ্রমিকবান্ধব রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে। সেই পথে একমাত্র সমাধান হলো পিআরভিত্তিক নির্বাচন।”
সমাবেশে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, “ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে না। আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই যেখানে মানুষ ও কুকুর খাদ্যের জন্য লড়াই করবে না, মালিক-শ্রমিকের দ্বন্দ্ব থাকবে না।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন ও মাহবুবুর রহমান, মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারি জেনারেল কে এম বিল্লাল হোসাইন ও জ্যেষ্ঠ সহসভাপতি হাফেজ সিদ্দিকুর রহমান।
