এটি ব্যক্তি আখতার হোসেনের ওপর আক্রমণ নয়: তাসনিম জারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:৪৫, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০৩:১২, ২৪ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পরপরই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার বাংলাদেশ সময় রাত ১টার দিকে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা এ হামলায় জড়িত ছিলেন।
এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। মঙ্গলবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে। এটি ব্যক্তি আখতার হোসেনের ওপর আক্রমণ নয়, তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে। কারণ তিনি সেই দলকে প্রতিনিধিত্ব করেন, যে দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে।”
তিনি আরও লেখেন, “এই হামলা স্পষ্ট করে দিয়েছে যে পরাজিত শক্তির ভয় ও হতাশা কতটা গভীর। আমি নিশ্চিত, এই আক্রমণ আখতার হোসেনকে এক বিন্দুও দুর্বল করবে না, বরং তার দৃঢ়তা আরও বাড়িয়ে দেবে।”
প্রসঙ্গত, এনসিপি নেতা আখতার হোসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের অন্যতম সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রে সফরে গেছেন। তার সফরের শুরুতেই এমন হামলার ঘটনা বাংলাদেশি প্রবাসী রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।