শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

মাউশির ডিজি আজাদ খানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২:২১, ৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ২২:৩০, ৭ অক্টোবর ২০২৫

মাউশির ডিজি আজাদ খানের পদত্যাগ

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর মহাপরিচালক (ডিজি) পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. মুহম্মদ আজাদ খান। মঙ্গলবার (৭ অক্টোবর) তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে তার পদত্যাগপত্র জমা দেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ড. আজাদ খান স্বাস্থ্যগত কারণে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়ায় পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, “আমি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে বিগত ২০ ফেব্রুয়ারি যোগদান করে অদ্যাবধি কর্মরত আছি। কিন্তু স্বাস্থ্যগত কারণে দায়িত্ব পালন আমার পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই আমি মহাপরিচালকের দায়িত্ব হতে অব্যাহতি প্রার্থনা করছি।”

তিনি তার আবেদনপত্রের সঙ্গে চিকিৎসা সংক্রান্ত নথিপত্রও সংযুক্ত করেছেন বলে নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে সোমবার (৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেখানে বলা হয়, আগ্রহী প্রার্থীরা বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৬তম বা তার ঊর্ধ্বতন ব্যাচের কর্মকর্তা হতে হবে। সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রার্থীকে সৎ, দায়িত্বপরায়ণ ও প্রশাসনিক কাজে দক্ষ হতে হবে। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণে কৃতিত্বের স্বাক্ষর থাকতে হবে।

ড. মুহম্মদ আজাদ খানের পদত্যাগের ফলে শিক্ষা প্রশাসনের শীর্ষ পর্যায়ে নতুন নিয়োগের প্রক্রিয়া এখন ত্বরান্বিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দ্রুতই পদটি পূরণের উদ্যোগ নেওয়া হবে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন