উখিয়ায় বিজিবির অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার, আটক ১
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ১৪:৫২, ১৪ নভেম্বর ২০২৫
ছবি : সমাজকাল
কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় দুঃসাহসিক অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ অভিযানে এক চোরাকারবারিকেও আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য চার কোটি পঞ্চাশ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার দুপুরে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি-উখিয়া ব্যাটালিয়ন এ তথ্য নিশ্চিত করে।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে ১০টার দিকে মায়ানমার দিক থেকে তিনজন ব্যক্তিকে বাংলাদেশের দিকে প্রবেশ করতে দেখে তাদের থামার নির্দেশ দেওয়া হয়।
টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে হাতে থাকা নেটের ব্যাগ ফেলে দেয়। পরে ধাওয়া করে মো. সাদেক হোসেন (২০) নামের একজনকে আটক করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।
পরে তার ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী ১৫টি কাটে মোট ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাদেক হোসেন স্বীকার করে, তিনি ৯ হাজার টাকার বিনিময়ে মায়ানমার সীমান্ত থেকে ইয়াবার এই চালান বাংলাদেশে আনার কাজে যুক্ত হন। তিনি আরও জানান, স্থানীয় মাদককারবারি আব্দুর রহিম (৩২) তাকে বহনের দায়িত্ব দেয়।
উল্লেখ্য, আব্দুর রহিমের বিরুদ্ধে বিজিবির মাদক চোরাচালানের দুইটি পূর্ববর্তী মামলায় পলাতক থাকার রেকর্ড রয়েছে।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি সমাজকালকে বলেন—
“মাদক সরবরাহকারী ও চোরাচালান চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হবে।”
তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারা নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে আছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
