উখিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ২৩:১৫, ১৩ নভেম্বর ২০২৫
কক্সবাজারে বস্তাভর্তি অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার। ছবি: সংগৃহীত
কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের তচ্ছাখালী ব্রিজের পশ্চিম পাশে বস্তাভর্তি অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয়রা রাস্তার পাশে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।স্থানীয়রা জানায়, ব্রিজের পাশ দিয়ে যাতায়াতের সময় তারা লাশটি দেখতে পায়।
পরে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জিয়াউল হক বলেন “লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে।”
