টেকনাফে পুলিশের অভিযানে তাজা কার্তুজসহ যুবক আটক
উখিয়া–টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ১৭:২৯, ১৩ নভেম্বর ২০২৫
কক্সবাজারের টেকনাফে তাজা কার্তুজ ও কার্তুজের খোসাসহ এক যুবক আটক। ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে তাজা কার্তুজ ও কার্তুজের খোসাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া বাজার এলাকায় স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে তাকে আটক করে পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক ব্যক্তির নাম আব্দুর রহিম (২৬)। তিনি বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া গ্রামের আব্দুস শুক্কুরের ছেলে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস সমাজকালকে জানান, স্থানীয় জনতা ডাকাত সন্দেহে আব্দুর রহিমকে ধরে ফেলে। পরে তার কাছ থেকে তাজা কার্তুজ ও ব্যবহৃত কার্তুজের খোসা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক যাচাইয়ে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে পূর্বেও একাধিক ফৌজদারি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় পাঠানো হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জায়েদ নুর ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
