চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রফিকুল গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: ২২:০৭, ১২ নভেম্বর ২০২৫ | আপডেট: ২২:২৩, ১২ নভেম্বর ২০২৫
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রফিকুল গ্রেপ্তার। ছবি: সমাজকাল
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামো টিকারামপুর এলাকায় অভিযান চালিয়ে ২৯ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে অভিযানটি পরিচালনা করে। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মোঃ রফিকুল ইসলাম (৫৩), পিতা মৃত রুহুল আমীন, নমোশংকরবাড়ী বটীপাড়া, থানা চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা চাঁপাইনবাবগঞ্জ।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, নামো টিকারামপুর এলাকার জনৈক জামান মাস্টারের বাড়ির সামনে পাকা রাস্তায় মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছে। র্যাবের উপস্থিতি টের পেয়ে রফিকুল পালানোর চেষ্টা করলে তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
তল্লাশীকালে তার কাছ থেকে স্বচ্ছ পলিথিনে রাখা কমলা রঙের ২৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তারকৃত আসামিকে উদ্ধারকৃত আলামতসহ চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব-৫।
