কক্সবাজারে বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ ১ জনআটক
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ২৩:২৬, ১১ নভেম্বর ২০২৫
ইয়াবা চালান ধরেছে কোস্টগার্ড , ছবি/সমাজকাল
কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে রেজুখাল চেকপোস্ট এলাকায় ৩৪ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করে।
বিজিবি জানায়, টেকনাফগামী একটি চান্দের গাড়িতে তল্লাশি চালানো হলে চালকের সিটের নিচ থেকে অভিনব কায়দায় লুকানো ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এসময় মীর মোশাররফ হোসেন জিসান (২৮) নামের এক পাচারকারীকে আটক করা হয়। অভিযানে ব্যবহৃত মাদকবাহী গাড়ি ও একটি স্মার্টফোনও জব্দ করা হয়।
৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম, পিএসসি জানান, আটক ব্যক্তিকে ইয়াবাসহ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান রোধেও বিজিবি সর্বদা সচেষ্ট থাকবে।”
আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
