চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ বিজিবির হাতে আটক ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০:৫৭, ৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ০৩:৩২, ৭ নভেম্বর ২০২৫
ছবি: বিজিবির সৌজন্যে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও এক ব্যক্তিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (মহানন্দা ব্যাটালিয়ন-৫৯ বিজিবি) সদস্যরা।
বুধবার (৫ নভেম্বর ২০২৫) রাত ১টার দিকে -৫৯ বিজিবির সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে আনুমানিক দুই কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেরার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামে অভিযান চালায়। এ অভিযানে মালিকবিহীন ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
এছাড়া অপর অভিযানে বুধবার (৫ নভেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে একই বিওপি থেকে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে আনুমানিক চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের লাহাপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একশত গজ পশ্চিমে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ অভিযানে একজন চোরাকারবারীকে করা হয়।
আটককৃত ব্যক্তি উপজেলার চরদৌলতপুর গ্রামের মৃত গাউস উদ্দিনের ছেলে মো. রুবেল হোসেন (৩৯)। তার কাছ থেকে জব্দকৃত ১০৭ পিস ভারতীয় ইয়াবা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটককৃত ফেনসিডিল সাধারণ ডায়েরি করে শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে এবং ইয়াবাসহ আটক ব্যক্তিকে মামলার করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান।
মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
