ফতুল্লায় ঝগড়া থামাতে গিয়ে যুবক নিহত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯:১০, ১২ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:৫৫, ১২ অক্টোবর ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারিয়েছেন বিকাশ (৪৫) নামে এক যুবক। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ফতুল্লার রামারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিকাশ সুনামগঞ্জ জেলার শাল্লা থানার বরগাঁও গ্রামের বারীন্দ্র দাসের ছেলে। তিনি পরিবারসহ রামারবাগ এলাকায় সোলেয়মান আর্মির বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাশের মামাতো বোন শিল্পী (৩৫) ও তার স্বামীর মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। একই বাড়িতে পাশাপাশি ভাড়া থাকার সুবাদে ঝগড়ার শব্দ শুনে বিকাশ সেখানে ছুটে যান এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। ঝগড়া থামাতে গিয়ে হঠাৎ জানালার ধারে ধাক্কা লেগে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা তৎক্ষণাৎ তাকে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম জানান, ‘বিকাশ তার মামাতো বোন ও বোনের স্বামীর ঝগড়া থামাতে গিয়ে জানালার সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও জানান, বিকাশের মামাতো বোন শিল্পীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিকাশ আগে থেকেই অসুস্থ ছিলেন। ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার পর স্ট্রোক বা অন্য কোনো শারীরিক কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। পরিবারের সদস্যরা মামলা করতে আগ্রহী নন।’
মরদেহ বর্তমানে খানপুর হাসপাতালে রাখা হয়েছে বলে তিনি জানান।