শুরু টাইফয়েড টিকাদান কর্মসূচি
দৈনিক ৭২ হাজার শিশু-কিশোরকে টিকা দেবে ডিএনসিসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:৪৬, ১২ অক্টোবর ২০২৫

দেশব্যাপি টাইফয়েড টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন স্বাস্থ্য উপদেষ্টা। এর ফলে দেশের অন্যান্য স্থানের মতো ঢাকা উত্তর সিটিতেও শুরু হয়েছে এই টিকাদান কর্মসূচি।
ডিএনসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, ডিএনসিসির ১০ টি অঞ্চলে আজ রবিবার ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ১৮ দিন মোট ১২ লাখ ৯৪ হাজার ৬৯ জন শিশু-কিশোরকে টাইফয়েড টিকা দেওয়া হবে। শুক্র ও শনিবার এই কর্মসূচি বন্ধ থাকবে।
এর মধ্যে ডিএনসিসির ২১৮১ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৭ লাখ ৬০ হাজার ৭৯০ জন ছাত্র-ছাত্রী ও কমিউনিটি পর্যায়ে ৬৫৬ টি ইপিআই কেন্দ্রে প্রায় ৫ লাখ ৩৩ হাজার ২৭৯ জন শিশু-কিশোরকে টিকা দেওয়া হবে।
ডিএনসিসির ২ হাজার ১৮১ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২০২ টি ইংরেজি মিডিয়াম স্কুলের ৫৪ হাজার ৬৬৮ জন, ২১ টি ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের ৫৬ হাজার ৪৬৫ জন ও ৫১০ টি মাদ্রাসার ৩ লাখ ৪ হাজার ৩১৬ জন ছাত্র-ছাত্রী এই টিকা পাবে।
টিকা দিতে প্রতিদিন ৭১২ জন ভ্যাকসিনেটর ও ৯৭২ জন স্বেচ্ছাসেবী অংশ নিচ্ছে।
ডিএনসিসি আরও জানায়, ১২-৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান মোট ১০ দিন, ১৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত স্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্রগুলোতে এবং ১-১৩ নভেম্বর পর্যন্ত স্যাটেলাইট/আউটরিচ ইপিআই কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হবে।
প্রতিদিন এসব শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্রে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত এই টিকাদান কর্মসূচি চলবে। প্রত্যেক টিমে দুইজন ভ্যাকসিনেটর ও তিনজন ভলান্টিয়ার কাজ করছেন।
প্রতিদিন ৭২ হাজার শিশু-কিশোরকে এই টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ প্রথমদিন ডিএনসিসির ১৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৭৫ হাজার ছাত্র-ছাত্রীকে টাইফয়েড টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এই কর্মসূচি সমন্বয়ে নগর ভবন, ডিএনসিসি পর্যায়ে একটি মনিটরিং সেল এবং মাঠ পর্যায়ের জন্য একটি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এ কাজে জরুরী প্রয়োজনে ডিএনসিসির ৫ টি অ্যাম্বুলেন্স রয়েছে।