বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

শুরু টাইফয়েড টিকাদান কর্মসূচি

দৈনিক ৭২ হাজার শিশু-কিশোরকে টিকা দেবে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:৪৬, ১২ অক্টোবর ২০২৫

দৈনিক ৭২ হাজার শিশু-কিশোরকে টিকা দেবে ডিএনসিসি

দেশব্যাপি টাইফয়েড টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন স্বাস্থ্য উপদেষ্টা। এর ফলে দেশের অন্যান্য স্থানের মতো ঢাকা উত্তর সিটিতেও শুরু হয়েছে এই টিকাদান কর্মসূচি। 

ডিএনসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, ডিএনসিসির ১০ টি অঞ্চলে আজ রবিবার ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ১৮ দিন মোট ১২ লাখ ৯৪ হাজার ৬৯ জন শিশু-কিশোরকে টাইফয়েড টিকা দেওয়া হবে। শুক্র ও শনিবার এই কর্মসূচি বন্ধ থাকবে। 

এর মধ্যে ডিএনসিসির ২১৮১ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৭ লাখ ৬০ হাজার ৭৯০ জন ছাত্র-ছাত্রী ও কমিউনিটি পর্যায়ে ৬৫৬ টি ইপিআই কেন্দ্রে প্রায় ৫ লাখ ৩৩ হাজার ২৭৯ জন শিশু-কিশোরকে টিকা দেওয়া হবে। 

ডিএনসিসির ২ হাজার ১৮১ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২০২ টি ইংরেজি মিডিয়াম স্কুলের ৫৪ হাজার ৬৬৮ জন, ২১ টি ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের ৫৬ হাজার ৪৬৫ জন ও ৫১০ টি মাদ্রাসার ৩ লাখ ৪ হাজার ৩১৬ জন ছাত্র-ছাত্রী এই টিকা পাবে। 

টিকা দিতে প্রতিদিন ৭১২ জন ভ্যাকসিনেটর ও ৯৭২ জন স্বেচ্ছাসেবী অংশ নিচ্ছে। 

ডিএনসিসি আরও জানায়, ১২-৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান মোট ১০ দিন, ১৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত স্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্রগুলোতে এবং ১-১৩ নভেম্বর পর্যন্ত স্যাটেলাইট/আউটরিচ ইপিআই কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হবে। 

প্রতিদিন এসব শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্রে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত এই টিকাদান কর্মসূচি চলবে। প্রত্যেক টিমে দুইজন ভ্যাকসিনেটর ও তিনজন ভলান্টিয়ার কাজ করছেন। 

প্রতিদিন ৭২ হাজার শিশু-কিশোরকে এই টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ প্রথমদিন ডিএনসিসির ১৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৭৫ হাজার ছাত্র-ছাত্রীকে টাইফয়েড টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। 

এই কর্মসূচি সমন্বয়ে নগর ভবন, ডিএনসিসি পর্যায়ে একটি মনিটরিং সেল এবং মাঠ পর্যায়ের জন্য একটি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এ কাজে জরুরী প্রয়োজনে ডিএনসিসির ৫ টি অ্যাম্বুলেন্স রয়েছে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু