দুদিন অনশন
অর্ধকোটি টাকার কাবিনে প্রেমিককে বিয়ে
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৫:৩০, ১২ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:৫২, ১৩ অক্টোবর ২০২৫

ঢাকার ধামরাইয়ে দুদিন অনশন করার পর অবশেষে ১৯ বছরের এক তরুণের সঙ্গে বিয়ে সম্পন্ন হয়েছে এক সন্তানের জননী আইরিন আক্তারের। শুক্রবার (১০ অক্টোবর) রাতে বালিয়া ইউনিয়নের বাইসাইল গ্রামে স্থানীয়দের উপস্থিতিতে কাজী ডেকে ঘটা করে এই বিয়ে সম্পন্ন হয়। বিয়ের কাবিন ধরা হয়েছে অর্ধকোটি টাকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ অক্টোবর সকালে পোশাকশ্রমিক আইরিন আক্তার প্রেমিক সজীব হোসেনের (১৯) বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। তবে বয়সের ব্যবধান ও পারিবারিক আপত্তির কারণে সজীবের পরিবার বিয়েতে রাজি হয়নি। একপর্যায়ে তাকে বাড়ি থেকে বের করে দিতে ব্যর্থ হয় পরিবার। পরিস্থিতি জটিল হয়ে উঠলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মধ্যস্থতার চেষ্টা চালান। কিন্তু সমাধান না হওয়ায় আইরিন আত্মহত্যার হুমকি দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবশেষে স্থানীয়দের উপস্থিতিতে শুক্রবার রাতে কাজী এনে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের পর আইরিন আক্তার বলেন, `আমাদের প্রেমের জয় হয়েছে। সিরি-ফরহাদ, লাইলি-মজনু বা চণ্ডীদাস-রজকিনীর মতো আমাদের প্রেমও অমর হয়ে থাকবে। সজীবকে পেয়ে আমি যেন হাতে স্বর্গ পেয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
অন্যদিকে নববিবাহিত সজীব হোসেন বলেন, ‘আমি লোভে পড়ে ওর সঙ্গে প্রেমে জড়াই। এখন মনে হচ্ছে ফাঁদে পড়েছি। বিয়ে না করে উপায় ছিল না, তাই বাধ্য হয়েই করেছি। ভাগ্যের লিখন এড়ানো যায় না।’
এই অসম বিয়ে নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, ‘ভালোবাসা হয়তো জয়ী হয়েছে, তবে ঘটনাটি সমাজে নতুন আলোচনার জন্ম দিয়েছে।’