বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

সারজিস আলমের মন্তব্য 

`ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব’ 

পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত লংমার্চ

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৪:৩২, ১২ অক্টোবর ২০২৫

`ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব’ 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় এক পথসভায় বিদ্যুৎ বিভ্রাটের পর ক্ষোভ উগরে দিয়ে তীব্র ভাষায় অভিযোগ করেন—`এই রাজনৈতিক দেউলিয়ারাও দেখব; তাদের কলিজা কত বড়, কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলব।‘

শনিবারের লংমার্চটি পঞ্চগড় শহর থেকে বাংলাবান্ধা পর্যন্ত অনুষ্ঠিত হয়।এতে সারজিস আলমের নেতৃত্বে দলটি চাঁদাবাজি, মাদক ব্যবসা ও স্থানীয় দণ্ডবিধি লঙ্ঘনের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়। কর্মসূচি শেষে রাত সাড়ে নয়টার দিকে বক্তব্যকালে আচমকা বিদ্যুৎ চলে যাওয়ায় তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং স্থানীয় বিদ্যুৎ সেবা দায়িত্বপ্রাপ্তদেরকে নিন্দা জানান।

সারজিস বলেন, ‘এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে। নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে, প্রোগ্রাম চলাকালে, এটা হয় কেন? এক দিন হইত, দুই দিন হইত—কিচ্ছু বলতাম না, তিন দিনের তিন দিনই এটা হইছে। এই রাজনৈতিক দেউলিয়াদের দেখে নেবো।’তিনি আরও বলেন, জেলা-উপজেলা পর্যায়ে চাঁদাবাজি ও কালোবাজার বিস্তার লাভ করেছে; প্রত্যেক উপজেলায় ৫-১০ জন করে চাঁদাবাজ, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী আছে, যারা স্থানীয় জনগণের রক্তচুষে খাচ্ছে—এদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া হবে।

এনসিপি নেতা আশ্বাস দেন যে, দল ক্ষমতায় এলে নিরপরাধ নেতা-কর্মীদের হয়রানি বন্ধ করা হবে; একই সঙ্গে দলের মধ্যে যে কেউ দুর্নীতিতে মেতে উঠবে—তার মুখোশ উন্মোচন করে পারদ রাখার সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি সতর্ক করে বলেন, ‘দলে দুর্নীতিবাজ থাকবেন না—আপনি যদি নিজেরাই দুর্নীতির অংশ হন, আমরা আপনাকে ছাড়বো না।’

স্থানীয় অংশগ্রহণকারীরা জানিয়েছেন যে লংমার্চ সামগ্রিক এলাকায় প্রতিক্রিয়া সৃষ্টি করেছে; অনুষ্ঠানের পরে নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ পদক্ষেপও লক্ষ্য করা গেছে। প্রশাসনিক বা বিদ্যুৎ বিভাগ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি। 
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু