বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

যশোরে দৃশ্যমান ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১৪:০১, ১২ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৪:৩৮, ১২ অক্টোবর ২০২৫

যশোরে দৃশ্যমান ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’

যশোর শহরের বকুলতলায় অবশেষে দৃশ্যমান হয়েছে ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’। শুক্রবার (১০ অক্টোবর) লোহার পাত দিয়ে তৈরি এই স্মৃতিসৌধের কাঠামো স্থাপন করা হয়। শনিবার সকাল থেকে শুরু হয়েছে রঙ ও বৈদ্যুতিক সংযোগের কাজ।

যশোর গণপূর্ত অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হক জানিয়েছেন, দুয়েকদিনের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

এই স্মৃতিসৌধ নির্মাণে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত বিভাগ যৌথভাবে কাজ করছে। প্রকল্পটির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১৪ লাখ টাকা। স্মৃতিসৌধটির উচ্চতা ১৮ ফুট এবং ব্যাস ৬ ফুট। এটি লোহার মোটা শিট দিয়ে তৈরি গোলাকার কাঠামো, যার ওপর সিএনসি প্রযুক্তিতে খোদাই করা হয়েছে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই আন্দোলনের সময় জনতার মুখে মুখে উচ্চারিত স্লোগানগুলো। এসব স্লোগানে ফুটে উঠেছে জনগণের প্রতিবাদ, সাহস ও প্রতিরোধের ভাষা—যা ভবিষ্যৎ প্রজন্মকে আন্দোলনের শক্তি স্মরণ করিয়ে দেবে।

২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থানের মতো যশোরেও তীব্র আন্দোলন ছড়িয়ে পড়ে। সেসময় শহরের বকুলতলায় শেখ মুজিবুর রহমানের বিশাল ম্যুরালটি ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা। ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়তেই ম্যুরালটির অবশিষ্ট অংশও ভাঙচুর করা হয়। এরপর ধ্বংসাবশেষ পরিস্কার করে এখানেই স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’।

১৪ জুলাই বেলা ১১টায় যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম আনুষ্ঠানিকভাবে স্মৃতিসৌধ নির্মাণকাজের উদ্বোধন করেন।

যশোর পৌরসভা সূত্রে জানা গেছে, স্মৃতিসৌধ এলাকার পাশের প্রাচীর ভেঙে রাস্তার সঙ্গে সংযুক্ত করার কাজ চলছে। এটি বকুলতলা এলাকার দীর্ঘদিনের যানজট নিরসনে সহায়ক ভূমিকা রাখবে।

পৌরসভার প্রকৌশলী বিএম কামাল হোসেন জানিয়েছেন, বৈদ্যুতিক খুঁটি সরানোর পর রাস্তার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা হবে; ইতোমধ্যে ইটের খোয়া ফেলার কাজ শেষ হয়েছে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু