গাজীপুরে পুড়ল ১৬ দোকান, মাঝরাতে আতঙ্ক
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১২:৩৮, ১২ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৪:৪৯, ১২ অক্টোবর ২০২৫

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার জিরানী বাজার এলাকায় আগুনে পুড়ে গেছে অন্তত ১৬টি দোকান। শনিবার (১১ অক্টোবর) রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে ডিইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুনের তীব্রতা বাড়লে আরও তিনটি ইউনিট যোগ দেয়। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে একটি টিনশেড দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে পুরো বাজারজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয়রা প্রাথমিকভাবে পানি ও বালতি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন, পরে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ অগ্নিকাণ্ডে অন্তত ১৬টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।