বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

গাজীপুরে পুড়ল ১৬ দোকান, মাঝরাতে আতঙ্ক

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশ: ১২:৩৮, ১২ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৪:৪৯, ১২ অক্টোবর ২০২৫

গাজীপুরে পুড়ল ১৬ দোকান, মাঝরাতে আতঙ্ক

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার জিরানী বাজার এলাকায় আগুনে পুড়ে গেছে অন্তত ১৬টি দোকান। শনিবার (১১ অক্টোবর) রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে ডিইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুনের তীব্রতা বাড়লে আরও তিনটি ইউনিট যোগ দেয়। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে একটি টিনশেড দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে পুরো বাজারজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয়রা প্রাথমিকভাবে পানি ও বালতি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন, পরে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ অগ্নিকাণ্ডে অন্তত ১৬টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু