ছেলের বিয়ের কেনাকাটা শেষে ফেরার পথে প্রাণ গেল মায়ের নাটোরে
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১২:০০, ১২ অক্টোবর ২০২৫

নাটোরের বড়াইগ্রামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সুফিয়া খাতুন (৪২) নামে এক নারী। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আগ্রান সুতিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুফিয়া খাতুন বড়াইগ্রাম উপজেলার আগ্রান গ্রামের অবসরপ্রাপ্ত বিমানবাহিনীর সদস্য মহিদুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছেলের বিয়ের কেনাকাটা সেরে বনপাড়া বাজার থেকে মোটরসাইকেলে স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন সুফিয়া খাতুন। পথে আগ্রান সুতিরপাড় এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী অটোভ্যান তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে সুফিয়া খাতুন ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ বলেন, ‘অটোভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মহাসড়কে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত যান আটক ও আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
এই হৃদয়বিদারক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের লোকজনের কান্নায় ভেঙে পড়েছে পুরো বাড়ি—যে বাড়িতে অচিরেই আনন্দের বিয়ের আয়োজন হওয়ার কথা ছিল, সেখানে এখন শোকের মাতম।