নোয়াখালীতে প্রদীপ জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ
দগ্ধ হয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১১:৩৭, ১২ অক্টোবর ২০২৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পূজার প্রদীপ জ্বালাতে গিয়ে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে দগ্ধ হওয়ার পাঁচ দিন পর প্রাণ হারাল দুই ভাই-বোন—অদ্রিবা (৮) ও তূর্য (৪)। তারা চিকিৎসাধীন অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটে গত ১ অক্টোবর রাত ৮টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মডার্ন রোড এলাকার রাহাত মঞ্জিলে। ওই ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকা কুমুদ চন্দ্র নাথ (৪৪) ও তার স্ত্রী সবিতা রানী নাথ (৩২) রান্নাঘরের চুলার সুইচ বন্ধ না করায় পুরো ঘরে গ্যাস জমে যায়। এ অবস্থায় পূজার প্রদীপ জ্বালানোর মুহূর্তে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যা মুহূর্তেই আগুনে পরিণত হয়।
বিস্ফোরণে ঘরের দেয়াল ও জানালার কাঁচ ভেঙে যায়। আগুনে দগ্ধ হন কুমুদ, সবিতা ও তাদের দুই সন্তান। প্রথমে তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে গুরুতর অবস্থায় ঢাকার বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
দুর্ঘটনায় গুরুতর দগ্ধ ছোট ভাই তূর্য বৃহস্পতিবার মারা যায়, আর বড় বোন অদ্রিবা শনিবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। দুই সন্তানের মৃত্যুতে শোকে পাথর তাদের বাবা-মা।
কুমুদ চন্দ্র নাথ বলেন, “চুলার সুইচ খোলা থাকায় গ্যাস লিক হয়ে ঘরে জমে গিয়েছিল। প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। আমাদের সব শেষ হয়ে গেছে।”
কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী ফৌজুল আজিম জানান, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। রান্নাঘরের চুলা থেকে ধীরে ধীরে গ্যাস লিক হয়ে পুরো ঘরে জমেছিল। প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গে আগুন ধরে বিস্ফোরণ ঘটে।”
এ ঘটনায় এলাকায় গভীর শোক নেমে এসেছে। স্থানীয়রা জানান, দুর্ঘটনাস্থলটি পরিদর্শন শেষে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছে।