স্বাস্থ্য সচিবের ঘোষণা
কোনো রোগীকে যেন ঢাকায় যেতে না হয়
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯:৪৩, ১১ অক্টোবর ২০২৫

‘কিশোরগঞ্জের কোনো রোগীর যেন ঢাকায় যেতে না হয়’—এই প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান।
তিনি বলেন, ‘আমাদের যা যা করার দরকার, আমরা সম্মিলিতভাবে সেটাই করব। স্থানীয় চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করাই এখন লক্ষ্য।’
শনিবার (১১ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের হলরুমে আয়োজিত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বাস্থ্য সচিব। সভা শেষে তিনি গণমাধ্যমের সঙ্গেও কথা বলেন।
সভায় স্বাস্থ্য সচিব বলেন, ‘কিশোরগঞ্জ পৌরসভাটি বাংলাদেশে অন্যতম দুর্বল পৌরসভা। এখানে কাজের গতি অত্যন্ত শ্লথ, যা জনসেবায় প্রভাব ফেলছে।’
তিনি স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষকে দ্রুত সংস্কারমূলক পদক্ষেপ নিতে আহ্বান জানান।
সাইদুর রহমান বলেন, ‘আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, কিশোরগঞ্জের কোনো রোগী যেন ঢাকা না যায়। এজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রথম ধাপে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ বেডের আইসিইউ স্থাপনের কাজ শুরু হচ্ছে। একইসঙ্গে শিশুদের জন্য এনআইসিও ইউনিট চালুর দিকেও আমরা অগ্রসর হচ্ছি।’
এছাড়া চিকিৎসক সংকট নিরসন, যন্ত্রপাতি হালনাগাদ এবং পরিষেবা মান উন্নয়নের দিকেও গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মজিবুর রহমান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঢাকা বিভাগের পরিচালক ডা. জাহাঙ্গীর আলম এবং হাসপাতালের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডা. মো. সাইফুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।