বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

সেই ‘ভিখারির’ ঘরে আরও এক বস্তা টাকা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮:৫৫, ১১ অক্টোবর ২০২৫

সেই ‘ভিখারির’ ঘরে আরও এক বস্তা টাকা

সিরাজগঞ্জের রায়পুর এলাকার সালেহা পাগলী নামে পরিচিত এক ভিখারির ঘরে আরও এক বস্তা টাকা পাওয়া গেছে। শনিবার সকালে স্থানীয়রা শ্রমিকদের পরিত্যক্ত কোয়ার্টারের বারান্দা থেকে ওই টাকার বস্তাটি উদ্ধার করেন।

এ নিয়ে সালেহা পাগলীর ঘর থেকে মোট তিন বস্তা টাকা উদ্ধার হলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাছুমপুর মহল্লার মৃত আব্দুস সালামের স্ত্রী সালেহা পাগলী বহু বছর ধরেই এলাকায় ভিক্ষা করতেন। শুক্রবার সকালে তার ঘরের বারান্দার নিচে থাকা আরেকটি বস্তা স্থানীয়রা দেখতে পান। পুলিশ ও স্থানীয়রা মিলে বস্তাটি খুলে গণনা করে সেখানে ৪৭ হাজার ৮২৬ টাকা পান।

এর আগে বৃহস্পতিবার একই স্থানে দুটি বস্তা ভরা টাকা উদ্ধার করা হয়েছিল। সেদিন সাতজন স্থানীয় ব্যক্তি প্রায় পাঁচ ঘণ্টা ধরে গুনে ১ লাখ ২৬ হাজার ২৫৩ টাকা গণনা করেন। পরে পুলিশের উপস্থিতিতে ওই টাকা সালেহার মেয়ে স্বপ্না খাতুনের হাতে দেওয়ার জন্য স্থানীয় এক প্রবীণের জিম্মায় রাখা হয়।

সাবেক কাউন্সিলর শাহরিয়ার শিপু বলেন, `শনিবার সকালে শ্রমিকদের পুরনো কোয়ার্টারের বারান্দা পরিষ্কার করার সময় আরও এক বস্তা টাকার সন্ধান মেলে। পুলিশ এসে তা উদ্ধার করে।‘

স্থানীয় বাসিন্দা সিদ্দিক হোসেন জানান, সালেহা ছোটবেলা থেকেই ভিক্ষা করতেন। তার মা-বাবাও একই কাজ করতেন। প্রায় চল্লিশ বছর ধরে ভিক্ষা করে টাকাগুলো পোটলা করে জমিয়ে রেখেছিলেন তিনি।

সালেহার মেয়ে স্বপ্না খাতুন বলেন, `মা একটু পাগলাটে ছিলেন। এখানে-ওখানে ঘুরে টাকা পেতেন, কেউ দিলে রেখে দিতেন। কাউকে কিছু বলতেন না। রাতে মিলগেটের বারান্দায় ঘুমাতেন।‘

স্থানীয়রা ধারণা করছেন, সালেহা আজীবনের ভিক্ষাজীবনের সমস্ত সঞ্চয়ই এই বস্তাগুলোর মধ্যে লুকিয়ে রেখেছিলেন—যা এখন এক অদ্ভুত রহস্যে পরিণত হয়েছে।
 

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু