বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

সীমান্তে অভিযানে বিজিবি’র হাতে নারী শিশুসহ ১১ বাংলাদেশি আটক

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৭:১৭, ১১ অক্টোবর ২০২৫

সীমান্তে অভিযানে বিজিবি’র হাতে নারী শিশুসহ ১১ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী ও শিশুসহ ১১ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।

শনিবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, আটককৃতদের মধ্যে রয়েছেন—কুমিল্লার বরুড়া উপজেলার রেওলাইন গ্রামের রিপন চন্দ্র আইন,নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাকড়া গ্রামের জাহেদ হোসেন (৩৫),গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার গোয়ালগ্রামের সঞ্জিৎ বাড়ৈ এবং ফরিদপুরের সদরপুর থানার মধুমণ্ডলডঙ্গী গ্রামের সুশীল সরকারসহ আরও কয়েকজন নারী ও শিশু।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাঘাডাঙ্গা বিওপির হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে সীমান্ত পিলার ৬০/৩৭-আর এলাকায় অভিযান চালিয়ে তিন নারী ও এক শিশুসহ পাঁচজনকে আটক করা হয়। পরবর্তীতে একই বিওপির আরেকটি অভিযানে সীমান্ত পিলার ৬০/৩১-আর সংলগ্ন এলাকা থেকে আরও তিন নারীসহ ছয়জনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জানা যায়, তারা দালালের মাধ্যমে অবৈধপথে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। আটক ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুদের প্রাথমিক তত্ত্বাবধানের জন্য যশোরের ‘জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টার’-এ পাঠানো হবে, আর প্রাপ্তবয়স্ক পুরুষদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে অবৈধ পারাপার ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হয়েছে। 


 

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু