বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

‘জুলাই যোদ্ধা’ লাঞ্ছিত

পাল্টাপাল্টি কর্মসূচি, ঢাকা–ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১৫:৪০, ১১ অক্টোবর ২০২৫

পাল্টাপাল্টি কর্মসূচি, ঢাকা–ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ

ময়মনসিংহে গেজেটভুক্ত ‘জুলাই যোদ্ধা’ আবু রায়হানকে বাস থেকে নামিয়ে লাঞ্ছিত ও আহত করার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদে বৈষম্যবিরোধীরা শুক্রবার রাত থেকে সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন। ফলে শনিবার (১১ অক্টোবর) এখন (বিকেল তিনটা) পর্যন্ত ঢাকা–ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১০ অক্টোবর) রাতে হালুয়াঘাটের বাসিন্দা আবু রায়হান ঢাকাগামী একটি বাসে উঠলে বাসশ্রমিক ঝন্টুর সঙ্গে ধাক্কা লাগে। রায়হান নিজেকে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে বারবার দুঃখ প্রকাশ করলেও ঝন্টু তাকে কটূক্তি করে ও শারীরিকভাবে লাঞ্ছিত করে বাস থেকে নামিয়ে দেয়।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বৈষম্যবিরোধীরা মাসকান্দা ইউনাইটেড বাস কাউন্টারের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। তারা অভিযুক্ত শ্রমিকদের বিচার, এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড সার্ভিসের সব বাস বন্ধ রাখার দাবিতে অনড় থাকেন।

শুক্রবার রাত ৯টা থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচি এখন (শনিবার বিকেল তিনটা) পর্যন্ত চলছে। আন্দোলনকারীরা জানান, যতক্ষণ পর্যন্ত দোষীদের গ্রেপ্তার না করা হবে, ততক্ষণ তারা অবস্থান চালিয়ে যাবেন।

খবর পেয়ে পুলিশ সুপার, জেলা প্রশাসক ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ শ্রমিক ঝন্টুকে আটক করে।

শনিবার দুপুরে বৈষম্যবিরোধীদের অবস্থানের প্রতিবাদে শ্রমিকেরা ঢাকা–ময়মনসিংহ বাইপাসে যান চলাচল বন্ধ করে দেন। ফলে দুপুর ১২টা থেকে ঢাকাগামী বাসসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে মহাসড়কে দীর্ঘ যানজট ও সাধারণ মানুষের ভোগান্তি তৈরি হয়।

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম বলেন, “জুলাই যোদ্ধারা শ্রমিকদের আটকে রেখে বাস কাউন্টার বন্ধ করে দিয়েছে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তবে ছাত্ররা বাস চলতে না দেওয়ায় শ্রমিকেরা পাল্টা অবরোধ করেছে।”

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, “আমরা সারারাত বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। এক শ্রমিককে আটক করা হয়েছে। বর্তমানে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।”

বিকেল পর্যন্ত ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকায় শত শত যাত্রী দুর্ভোগে পড়েছেন। প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চলছে পরিস্থিতি স্বাভাবিক করতে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু